আকাশের রঙে দেখেছি তোমায় ভাষা,
শব্দের মিছিল তোমাতেই সীমাবদ্ধ;
চিনেছি বাতাস সবুজ অর্থের টানে-
সেখানেই তুমি আত্মাজুড়ে উপলব্ধ।


লুকিয়ে রেখেছি সুর-তান নবরাগ
প্রিয়তি বোধনে চিরযৌবন উন্মাদ;
হেমন্তআঙিনা রোদসাথে লুকোচুরি
বাউলের সুরে নীরবেতে প্রতিবাদ।


তোমার কাছেতে একলা হয়েছি আমি
কথা বলি যেন গোপনতা সংশয়ে-
কেঁদেছি ভীষণ, দেখেছি স্বপন রোজ
লভেছি আনন্দ তোমার পাওয়ার জয়ে।


তুমি চেতনায় আমার শিয়র যামী
এই ভাষাকাব্য আমার চেয়েও দামি।
           ---------