বিষণ্ণ হেমন্তসন্ধ্যা দূরে অন্ধকার
বিসর্জনে দেবী তলে-
ভেসে যায় গঙ্গাজলে
সব ভুলি কোলাহলে
ক্ষমার আঁধার;
বিষণ্ণ হেমন্তসন্ধ্যা দূরে অন্ধকার।


রূপের প্রতিমাখানি মিশে যাবে জলে-
সে গোছানো মুখ আর
জেগে থাকা স্বাধিকার
দূরে আসে পরপার!
গহিন সকলে
রূপের প্রতিমাখানি মিশে যাবে জলে।


তুমি এসে চলে যাও বিলাপের সাথে
কিছু আর বাকি থাকে!
চেয়ে চেয়ে শুধু ডাকে
যতনে মনেতে রাখে;
বিজয়ার রাতে
তুমি এসে চলে যাও বিলাপের সাথে।


এখন কেবল শোক দূর থেকে দেখা
ফুলমালা এক করে-
প্রতিজন ঘরে ঘরে
তোমার কৃপার 'পরে
বারোয়ারি একা;
এখন কেবল শোক দূর থেকে দেখা।
         ------