রোজ রোজ এই পথে বাহারি আঁতর
মেখে, ঘরে ফেরো বুঝি যুবতী বালিকা
একা! সব পাখিদের ঠিক অবসর;
মুখটি নামিয়ে কাছে অন্তর লতিকা-
কখনও শ্রাবণ দিন, কখনও বসন্ত
এভাবেই তুমি ফেরো নয়নের পাশে!
দূর থেকে দেখি চেয়ে অসীম অনন্ত
তোমার মোহর সাথি মিশেছে বাতাসে।


তোমার পরনে শাড়ি চুলগুলি ছাড়া
বারেক পিছনে ফিরে দেখো ভুলক্রমে
নম্রসুরে কথা বলো বাঁধনেতে হারা-
সবুজ পথেতে চাও শূন্য সে বিভ্রমে।
একদিন কথা বোলো এই অনুরোধ!
গল্পে দেখাব তোমায় বকুলের রোদ।
        --------