তোমার ফোনে কান রেখেছি একলা ঘরে বসে-
বলতে পারো বৃষ্টিরানি সে আমার কোন দোষে;
সত্যি বলি, মেঘের সাক্ষী ধরি চাঁদের পা
তোমার সাথে কোনো দিনও দেখা করব না।


এমনি তুমি দূরেই থেকো দূরের মনে সাথি!
তোমার মনের সবুজকথা আমার অতিথি;
অন্যকথা শুনলে পরে তোমার বুকটি কাঁপে
এখন তুমি দিনের শেষে কোন সে পরিমাপে।


এমন দিনও আসবে জানি মেঘবালিকা রোদ
আমার ঘরে কাব্য ছুটি, তোমার প্রতিশোধ!
জানি, তুমি ভাবতে থাকো আমার অনেক কথা-
আমার এদিন আমারও রাত নয়তো অন্যথা।


শেষ বিকালে ফিরবে বাড়ি তুমি হবে ধন্য
হিসাব করে করছ এসব বলতো কার জন্য;
এখন বুঝি গেট খুলেছ হাওয়াই চটি পায়
আমার সাথে গল্প করো চেনা গাছের ছায়।
           ----------