সকাল থেকে বৃষ্টি এল বৃষ্টিভেজা মন;
আজ সকালের বৃষ্টিখানি একেলা শ্রাবণ
তুমি আমার বৃষ্টিরানি কেমন আছ আজ!
আমার ঘরে বৃষ্টি এলে তোমার কেন লাজ।


আজকে আমার উল্টোরথে বৃষ্টিপাগল আমি
তাইত আজি মনের ঘরে শতেক পাগলামি।
আকাশজোড়া মেঘ এসেছে বাদলবাতাস সাথি
পাগল হাওয়ায় উচ্ছ্বাসেতে একলামনে মাতি।


জল ঝরেছে জলেরকণা আমার সকল মুখে-
এই শ্রাবণের বাদল নিয়ে থাকব আমি সুখে।
আজকে এসো বাদল বনে হারাই দুজনে
জলের ধারা মিশিয়ে দেব তোমার প্রাঙ্গণে।


তোমার চোখে চোখ রেখেছি সেদিন বরষাতে
আজকে এসো প্রণয়ঘরে শ্রাবণ সাক্ষাতে।
আজকে আমার বাহারদিবস মনে শতেক খুশি
আজকে দিনে বলব তোমায় বলছি ভালোবাসি।
              --------


ছন্দ- স্বরবৃত্ত
পর্ব- ৪/৪/৪/১-২