শাওন বেলায় নেইতো অবসর-
কবে আবার আমরা পরস্পর;
            সাঁতার কাটি হয়ে বুনোহাঁস।


নিত্য কথার আবেগ দিয়ে শুধু-
আঁচলেতে বুক ঢেকেছ বঁধু;
            বাদল ধারায় মেলায় শ্রাবণমাস।


পথের 'পরে ছিল তোমার বাড়ি;
সেদিন হল তোমার সাথে আড়ি;
             এটাই ছিল তোমার শুধু স্বভাব।


আমার হাতে একটা ইতিহাস-
পশ্চিমেতে মেঘ বাদলে প্রকাশ;
             অপেক্ষা যে ছিল আমার অভাব।
               -----------