************* ছন্দ মেনে কবিতাঃ ৩১***************
                                             ***** পদ্য কবিতা (অক্ষরবৃত্ত ছন্দ –পয়ার)*****
কবিতাঃ  ইলিশ বড়াই  
কবিঃ রিঙ্কু রায় (আবৃত্তিকার)
প্রকাশিত তারিখঃ ০৪/০৭/২০১৮ (আজ)
***কবি ৩ বছর হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ২৬৩টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
ইলিশের রূপে রুই যেনো খুব ক্ষুব্ধ,
সব ছেড়ে সাদা রঙ  হয় শুধু লুদ্ধ!
মানুষের মুখে শুধু ইলিশ বড়াই!
সব মোরা জোট বেঁধে করবো লড়াই।
সব মাছ জড়ো হয়ে বলে রুই  ঠিক,
মোদের কদর নেই করবো স্ট্রাইক...
সারাটা বছর করি মানুষেরে তৃপ্ত,
অবহেলা সহেনাকো হয়েছিযে ক্ষিপ্ত!


বোয়াল বললো ভায়া শোনো মন দিয়ে,
ইলিশের দেহ মোরা সাদা রূপ ছেয়ে,
দুনিয়ার চাহিদাটা বোঝো ভালো করে,
গুণের চাহিদা কম রূপ যেথা ভরে।
হ্যাংলা মানুষ যদি কোথা তার দোষ?
জ্বলে শুধু চিরদিন কালোদের রোষ।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-

ইলিশের রূপে রুই /যেন খুব ক্ষুব্ধ,=৮/৬
সব ছেড়ে সাদা রঙ  /হয় শুধু লুব্ধ!=৮/৬
মানুষের মুখে শুধু /ইলিশ বড়াই!=৮/৬
সব মোরা জোট বেঁধে /করিব লড়াই।=৮/৬


সব মাছ জড়ো হয়ে /বলে রুই ঠিক,=৮/৬
মোদের কদর নেই /করব স্ট্রাইক!=৮/৬
সারাটা বছর করি /মানুষেরে তৃপ্ত,=৮/৬
অবহেলা সহেনাকো /হয়েছি যে ক্ষিপ্ত!=৮/৬


বোয়াল বলল ভায়া /শোনো মন দিয়ে,=৮/৬
ইলিশের দেহ মোরা /সাদা রূপ ছেয়ে,=৮/৬
দুনিয়ার চাহিদাটা /বোঝো ভালো করে,=৮/৬
গুণের চাহিদা কম /রূপ যেথা ভরে।=৮/৬


হ্যাংলা মানুষ যদি /কোথা তার দোষ?=৮/৬
জ্বলে শুধু চিরদিন /কালোদের রোষ।=৮/৬
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- অক্ষরবৃত্ত ছন্দ / মিশ্রবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- আগে ও মাঝে ১ মাত্রা, পরে ২ মাত্রা।
গ) পর্ব- ৮,৬ মাত্রায়। পূর্ণ পর্ব ৮ মাত্রায়, অপূর্ণ পর্ব ৬ মাত্রায়,
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক- ৪ টি
চ) মিল- পদান্তিক।
ছ) পঙক্তি – ১৪ টি।  
জ) লয় -  ধীর।
ঝ) বিশেষত্ব- পয়ারজাতীয় কবিতা।
ঞ) মন্তব্য- খুব সুন্দর।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- মানবতামূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- ঠিক আছে।
জ)ছেদ যতি-  গ্রহণযোগ্য।
ঝ)অলঙ্কার- ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।