************* ছন্দ মেনে কবিতাঃ ৪৯***************
                                             ***** পদ্য কবিতা (স্বরবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ  প্রতিভা প্রকাশ  
কবিঃ মূলচাঁদ মাহাত
প্রকাশিত তারিখঃ ০৮/০৯/২০১৮
***কবি  ৮ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ২১৭টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।  
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ


প্রদীপ শিখা যায়না ঢাকা
হাতের তালুতে,
জলের গতি যায়না রোখা
নদীর বালুতে।
সূর্য এলেই দিকদিগন্তে
ছড়িয়ে দিবে প্রভা,
নীরদ কভু হয়নি সফল
লুকোতে তার আভা।
ফুটলে গোলাপ সুগন্ধে তার
বাতাস মুখরিত,
জ্বল্‌লে আগুন উঠবে যেনো
ফুলকি শতশত।
প্রতিভা কারো কেউ কোনদিন
রাখতে পারেনা চেপে,
কারোর সাথে কারো তুলনা
করা যায়না মেপে।
কেউ যদি গান গাইতে আসে
সুরেলা কণ্ঠ নিয়ে,
এঁড়ে গলার গায়করা তাই
বাধা দিতে যায় ধেয়ে।
এমন কি না মঞ্চ জুড়েও
হট্টগোলেতে মাতে,
তাই বলে কি প্রতিভা কারো
লুকোয় অভিঘাতে।
যতই তোমার থাকনা জ্ঞান
ভেবোনা তুমিই শ্রেষ্ঠ,
অহংকারের বিনাশ সদাই
অশ্রদ্ধাতেই নষ্ট।


****** কবির এই কবিতাটি বেশ সুন্দর ও অর্থবহ। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়। কবির এই কবিতাটি পদ্যরূপে লেখা।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-


প্রদীপ শিখা /যায় না ঢাকা=৪/৪
হাতের তালু/তে,=৪/১
জলের গতি /যায় না রোখা=৪/৪
নদীর বালু/তে।=৪/১
সূর্য এলেই /দিকদিগন্তে=৪/৪
ছড়াইবে /প্রভা,=৪/২
নীরদ কভু /হয়নি সফল=৪/৪
লুকোতে তার /আভা।=৪/২


ফুটলে গোলাপ /সুগন্ধে তার=৪/৪
বাতাস মুখ/রিত,=৪/২
জ্বল্‌লে আগুন/ উঠবে যেন=৪/৪
ফুলকি শত/শত।=৪/২
প্রতিভা মন /কেউ কখনো=৪/৪
রাখেনি যে /চেপে,=৪/২
কারোর সাথে /কার তুলনা=৪/৪
করা যায় না /মেপে।=৪/২


কেউ যদি গান/ গাইতে আসে=৪/৪
সুরের কণ্ঠ/ নিয়ে,=৪/২
এঁড়ে গলার /গায়করা যায়=৪/৪
বাঁধা দিতে / এগিয়ে।=৪/৩
এমন কি না /মঞ্চ জুড়েও=৪/৪
হট্টগোলে /মাতে,=৪/২
তাই বলে কি /প্রতিভা মন=৪/৪
লুকোয় অভি/ঘাতে।=৪/২


যতই তুমি/ হও না জ্ঞানী=৪/৪
নও যে তুমি /শ্রেষ্ঠ,=৪/২
অহংকারের /বিনাশ সদাই=৪/৪
অশ্রদ্ধাতেই /নষ্ট।=৪/২


** বানান সহ অন্যান্য ক্ষেত্রে সামান্য কিছু পরিমার্জন করা হয়েছে।  
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দ / দলবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- ১ মাত্রা।
গ) পর্ব-  ৪/৪/৪/১ -৩ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব- ১-৩ মাত্রা।
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক- ৪ টি
চ) মিল- পদান্তিক খ#ঘ
ছ) পঙক্তি – ১৪ টি।
জ) লয় -  দ্রুত।
ঝ) বিশেষত্ব-  মানবতা বিষয়ে লেখা।
ঞ) মন্তব্য- ভালো।  
------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো  
খ) কবিতার শ্রেণি-ছড়ামূলক    
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি-  ঠিক আছে।
ঝ)অলঙ্কার- ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।