************* ছন্দ মেনে কবিতাঃ ৫০***************
                                             ***** পদ্য কবিতা (মাত্রাবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ  আর কাঁদিস না মা
কবিঃ  মৌটুসী মিত্র গুহ (কেতকী)  
প্রকাশিত তারিখঃ ১২/০৯/২০১৮
*** কবি ২ বছর ১ মাস হল বাংলা কবিতায় আছেন।কবি আজ পর্যন্ত ৫৭১টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-----------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
ঘরে বাইরে লাঞ্ছিতা তুই
ধরণী যে টলমল,
ঢের সয়েছিস আর নয় মা
মোছ তো চোখের জল...
ওই চেয়ে দ্যাখ দীঘি ভরা জলে
ফুটেছে শতদল!
দুর্গা...
আর কাঁদিস না মা!
দ্যাখ না চেয়ে শিউলি ঝরা পথে
পায়ে পায়ে শরৎ,
ওই যে দিগন্তে শান্তির মেঘ
ছুঁয়েছে সমুখের পথ!
হিমেল হাওয়ায় শিউলি সুবাস
দূরে কোথাও...আগমনী সুর,
মাথা নেড়ে বলছে কাশ...
সে দিন আর নেই যে বহুদূর!
হৃদ-সাগরে উঠবে জোয়ার
পড়বে ঢাকে কাঠি,
লক্ষ প্রদীপ আলোক স্নানে
পূর্ণ হবে দিঠি!
জন্ম নেবে হাজার দুর্গা
শপথে পাপীর নিধন,
তিমির অন্তে উদিত চেতনায়
হবেই,নবীনের বোধন!


****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়। কবিতায় কিছু সংশোধন করে পর্ববিভাজন করা হল।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-


ঘরে ও বাইরে /লাঞ্ছিতা তুই=৬/৬
ধরণি যে টল/মল,=৬/২
ঢের সয়েছিস /আর নয় মা০=৬/৬
মোছ তো চোখের /জল।=৬/২
ওই চেয়ে দ্যাখ /দিঘি ভরা জলে=৬/৬
শতদল ফুটে /আছে!=৬/২
তুই যে জননী /সবার দুর্গা=৬/৬
কাঁদিস না আর /কাছে!=৬/২


দ্যাখ দূরে চেয়ে /শিউলির পথে=৬/৬
শরৎ এসেছে /পায়ে,=৬/২
ওই  দিগন্তে /শান্তির মেঘ =৬/৬
সমুখের পথ /ছায়ে!=৬/২
হিমেল হাওয়ায় /শিউলি সুবাস=৬/৬
দূরে আগমনী /সুর,=৬/২
মাথা নেড়ে যেন/ বলে ওঠে কাশ=৬/৬
আর বুঝি নেই /দূর!=৬/২


হৃদ-সাগরেতে /উঠবে জোয়ার=৬/৬
পড়বে ঢাকেতে /কাঠি,=৬/২
লক্ষ প্রদীপ /আলোক স্নানে=৬/৬
পূর্ণ পথেই /হাঁটি!=৬/২
জন্ম নেবেই /হাজার দুর্গা=৬/৬
শপথে পাপী নি/ধন,=৬/২
তিমির অন্তে /উদিত চেতনা=৬/৬
হবে নবীনে বো/ধন!=৬/২


** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে।  
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- মাত্রাবৃত্ত ছন্দ / কলাবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল-  ২ মাত্রা।
গ) পর্ব- ৬/৬/৬/২ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৬ মাত্রা, অপূর্ণ পর্ব- ২ মাত্রা।
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক-৩ টি
চ) মিল- পদান্তিক।খ#ঘ
ছ) পঙক্তি – ১২ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় -  মধ্যম।
ঝ) বিশেষত্ব- ধর্মমূলক কবিতা।
ঞ) মন্তব্য- খুব ভালো।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- খুব ভালো
খ) কবিতার শ্রেণি- ধর্মমূলক  
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি-  ঠিক আছে।
ঝ)অলঙ্কার- ভালো।
ঞ)বানান-  ঠিক আছে।
----------------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।