ছন্দ ও কবিতার পাঠ –<পর্ব-৭, ভাগ-৬৫> – কবিতার নানা রূপ (বিদেশি ছন্দবন্ধ)
---ড. সুজিতকুমার বিশ্বাস  
-------------------------------------------------------------------------------
আজকের পাঠ – হাইকু ও তানকা
------------------------------------------------------------------------------
আজকের পাঠ উৎসর্গ করা হল - আসরের প্রিয়কবি সঞ্চয়িতা রায় মহাশয়াকে।            
------------------------------------------------------------------------------
হাইকু (Haiku :
ষোড়শ শতকে জাপানে তিন পঙক্তির এক অতি সংক্ষিপ্ত কবিতার উদ্ভব হয়েছিল যার নাম 'হাইকু'। কোনো প্রাকৃতিক দৃশ্য বা বস্তুকে নিয়ে চকিত ও ঘন সংবদ্ধ কবিতা ছিল 'হাইকু'।
হাইকু (একবচনে "হাইকি") একধরনের সংক্ষিপ্ত জাপানি কবিতা। তিনটি পংক্তিতে যথাক্রমে ৭, ৫ এবং ৭ জাপানি শ্বাসাঘাত মোরাস মিলে মোট ১৭ মোরাসের সংক্ষিপ্ত পরিসরে একটি মুহূর্তে ঘটিত মনের ভাব প্রকাশ করা হয়। জাপানি হাইকু একটি লাইনে লিখিত হয়। সেই বাক্যটিতে ১৭টি মোরাস থাকে। সাধারণত একটি ছবি বর্ণনা করার জন্য হাইকু লিখিত হয়। মোরাস ও মাত্রা একই ব্যাপার নয়। ইউরোপিয়গণ ১৭ মোরাসকে ১৭ দল মনে করে হাইকু লেখার সূত্রপাত করেন। তাদের দেখাদেখি বাংলা ভাষায় ১৭ মাত্রার হাইকু লেখার প্রচলন হয়। মোরাস, দল ও মাত্রা এক-একটি ভাষার নিজস্ব শ্বাস অনুসারী। সেই অনুযায়ী ১২ মোরাসে ১৭ সিলেবল হয়। ইউরোপে ইমেজিস্ট আন্দোলনের পর ১৭ সিলেবলের পরিবর্তে আরো বেশি সিলেবলের হাইকু লেখা শুরু হয়েছে। জ্যাক কেরুয়াক প্রমুখ মার্কিন  কবিগণ স্বীকার করেছেন যে মার্কিন উচ্চারণ জাপানি উচ্চারণ হইতে সম্পূর্ণ পৃথক। তাঁরা ১৭ দল ও তিন বাক্য বন্ধন অস্বীকার করে হাইকু লিখেছেন।
•কোবায়িশি ইশার হাইকু:
জোনাকি উড়ে যায়/এত দ্রুত এত নিঃশব্দে/আলোটুকু ফেলে যায়
•মাৎসু বাসো'র হাইকু:
প্রজাপতি আতর মাখছে/নিজের ডানায়/অর্কিডের সুবাস
•য়োসা বুসন-এর হাইকু:
কুঠারের এক ঘা/পাইনগাছের গন্ধ/শীতের বনানীতে
হাইকু-র বৈশিষ্ট্যঃ
১)  অন্ত্যমিল মুখ্য নয়;
২) মোট তিন লাইনের হবে,
৩) কোনো দাড়ি কমা থাকে/থাকে না;
৪) প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ঋতুবৈচিত্র-র উল্লেখ থাকতে হবে;
৫) গঠন হবে ৫+৭+৫ মোট 'অক্ষরের সিলেবলে' গঠিত হয়।
৬) হাইকু পৃথিবীর সবচেয়ে ছোটো কবিতা;

তানকা (tanka) :


'রেঙ্গা' (Renga) কবিতার আরেক নাম তানকা (tanka) কবিতা। জাপানের 'Heian Period' ( ৭৯৪ – ১১৮৫ ) থেকে 'রেঙ্গা' কবিতা বিভিন্ন কবি ও রাজদরবারে অভিজাত ব্যক্তিবর্গ 'রেঙ্গা' বা 'তানকা' কবিতার প্রবর্তন করেন। তখন থেকেই 'haikai-no-renga' রেঙ্গা কবিতারও প্রচলন হয়। সেই কবিতাগুলি 'হাইকাই'(Haikai) এর মতোই কিন্তু এইধরণের কবিতা ছিল হাস্যরসাত্বক কবিতা এবং তাতে কিছুটা নিম্নমানের শিল্পবোধ ছিল। তবে এইধরণের কবিতা সতেরশ' শতাব্দী পর্যন্ত অভিজাত ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। অন্যদিকে এই কবিতাগুলি বেশ জনপ্রিয় ও আনন্দদায়ক ছিল।
'তানকা' কবিতা লেখার কাঠামোজনিত কিছু বিষয় আছে।
'তানকা' কবিতায় মোট ৫ টি চরণে সমাপ্তি। এবং সিলেবল মাফিক মাত্রা বিন্যাস হল-
৫/৭/৫/৭/৭। এটি পাঁচ পঙক্তির কবিতা এবং পাঁচ পঙক্তিতে মোট ৩১ মাত্রা থাকে।
সিলেবলের মূল অর্থ হল শব্দাংশ।  
(১)
The dog likes to bark
His bark is loud for others
He is a cute dog
So people don't mind too much
They sometimes come to pet him"


এই কবিতাটি syllable অনুসারে ভাগ করে দেখাবার চেষ্টা করি।
The।। dog ।। likes।। to।। bark = ৫ দি ডগ লাইক্স টু ব্রেক
এখানে প্রতিটি শব্দ বা word এ এক একটা করে সিলেবল আছে
His।। bark।। is।। loud।। for ।। o।।thers= ৭
এখানে শুধু শেষের শব্দে ২ টি সিলেবল বা শব্দাংশ আছে বাকি শব্দে একটি করে সিলেবল। ( others = o +there) (আদার্স = আ + দার্স)
He ।। is।। a।। cute।। dog=৫
So- pe-pole -don't -mind- too -much
১ + ১। + ১+ ১+ ১। + ১+ ১ = ৭
They- some-times -come- to -pet- him" =৭


এখন বাংলা তানকা কবিতার উদাহরণ দেখি।


"দেশ পুড়ে ছার-খার
ক্ষমতার দাবাচালে
প্রাণ সব নির্বিকার
সুপথের দাবী ভুলে
সয়ে যায় বিষ সমূলে।"


দেশ--পু--ড়ে --ছার--খার=৫
ক্ষ --ম--তার-- দা-- বা--চা--লে =৭
প্রাণ --সব-- নির --বি --কার =৫
সু--প--থের --দা--বী --ভু --লে =৭
স--য়ে-- যায় --বিষ --স--মূ --লে। = ৭


সত্যেন্দ্রনাথের একটি তানকা;
"অশ্রুর দেশে
হাসি এসেছিল ভুলে
সে হাসিও শেষে
মরণে পড়িল ঢুলে
অশ্রু সায়র কূলে।"


***আজ এই পর্যন্ত। তবে চলবে।
------------------------------------------------------------------------------
সূত্র/ ঋণস্বীকার- ১) সাহিত্যের রূপ -রীতি – কুন্তল চট্টোপাধ্যায়
                    ২) ছন্দ – ড অমরেন্দ্র গণাই
                    ৩) 'তানকা' কবিতা সম্পর্কীয় কিছু আলোচনা- এস, আই, জীবন
                    ৪) উইকিপিডিয়া
----------------------------------------------------------------------------
আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করবেন। তাছাড়া কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।