ছন্দ ও কবিতার পাঠ –<পর্ব-৮, ভাগ-৭২> – কবিতার নানান ধারা
---ড. সুজিতকুমার বিশ্বাস  
-------------------------------------------------------------------------------
আজকের পাঠ – এলিজি বা শোক কবিতা
------------------------------------------------------------------------------
আজকের পাঠ উৎসর্গ করা হল - আসরের প্রিয়কবি রমেন আচার্য মহাশয়কে।          
------------------------------------------------------------------------------
এলিজি বা শোক কবিতাঃ
এলিজি বা শোক কবিতা মন্ময় কবিতার এক প্রাচীন ও বিশিষ্ট রূপ।
বন্ধু, আত্মীয় বা অতি নিকটজনের বিয়োগব্যথাকে উপলক্ষ করে কবির ব্যক্তিগত শোক ভাবনার প্রকাশকে এলিজি নামে বুঝে থাকি।
এলিজি’ শব্দটি এসেছে গ্রীক শব্দ ‘Elegia’ থেকে, যার অর্থ ‘বেদনায় আকুলতা’। কিন্তু বর্তমান সময়ে প্রচলিত অর্থে ‘শোকপ্রকাশক কবিতা’।


মিল্টনের “Lycidas” (1637) থেকে শোক কবিতার শুরু। বাংলা সাহিত্যে ‘এলিজি’ বা ‘শোকপ্রকাশক কবিতা’র সংখ্যা কম নয়। সেই তালিকা নিম্নে দেওয়া হল।


১. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়-এর  “চিন্তা তরঙ্গিনী”
২. রাজকৃষ্ণ রায় -এর “মিত্রবিলাপ”
৩. বিহারীলাল চক্রবর্তী -এর “বন্ধুবিয়োগ”।
৪. অক্ষয়কুমার বড়াল -এর “এষা”
৫. সত্যেন্দ্রনাথ দত্ত -এর “কবর-ই-নূরজাহান”।
৬. বনফুল -এর “পরিমল গোস্বামী”।
৭. প্রেমেন্দ্র মিত্র -এর “তিনটি গুলি”।
৮. করুণানিধান বন্দ্যোপাধ্যায় -এর “উদ্দেশ্য” ।
৯. হরচন্দ্র নিয়োগী -এর “নির্বাণ প্রদীপ”।
১০. গোবিন্দ দাস -এর “বঙ্কিমবিদায়”।
১১. রবীন্দ্রনাথ ঠাকুর -এর “সত্যেন্দ্রনাথ দত্ত”।
১২. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় -এর “বিদ্যাসাগর”।
১৩.  নবীনচন্দ্র সেন -এর “মাইকেল মধুসূদন দত্ত”।
এই আসরে আমার লেখা "সুফিয়া মমতাজ" এলিজি কবিতার উদাহরণ।


**সংযোজিত হবে।
***আজ এই পর্যন্ত। তবে চলবে।
------------------------------------------------------------------------------
সূত্র/ ঋণস্বীকার- ১) সাহিত্যের রূপ ও রীতি ও অন্যান্য প্রসঙ্গ– কুন্তল চট্টোপাধ্যায়
                     ২) সাহিত্য প্রকরণ – হীরেন চট্টোপাধ্যায়
----------------------------------------------------------------------------
আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করবেন। তাছাড়া কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।