আসরের একটি ছন্দবদ্ধ কবিতাঃ ১৭    
ডঃ সুজিতকুমার বিশ্বাস
---------------------------------------------------------------------------
কবিতার নামঃ  পড়তে হবে
কবির নামঃ  শাজাহান কবীর শান্ত
কবিতা প্রকাশের তারিখঃ ০৩/০৭/২০১৯
--------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
জানো বাবা! কালকে আমার
স্কুল হবে ছুটি,
বলবো আমি- তোমার সাথে
মনের কথা দুটি।


বলো কি মা! এই সময়ে
শিখবে কিছু ছড়া,
স্যার বলেছে শিখতে হবে
এমন কিছু পড়া।


যে পড়াতে মানুষ হবে
দুষ্টু আছে যত,
মিথ্যা কথা অসৎ চলা
খাবে থতমত।


তাইতো আমি ছুটির দিনে
তোমার কাছে পড়ি,
স্যারের কথামতো যেন
জীবনখানা গড়ি।
---------------------------------------------------------------------------
২) কবিতার পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
জানো বাবা! /কালকে আমার=৪/৪
স্কুলে হবে /ছুটি,=৪/২
বলব আমি-/ তোমার সাথে=৪/৪
মনের কথা /দু’টি।=৪/২


বলো কি মা! /এই সময়ে=৪/৪
শিখবে কিছু/ ছড়া,=৪/২
স্যার বলেছে /শিখতে হবে=৪/৪
এমন কিছু /পড়া।=৪/২


যে পড়াতে /মানুষ হবে=৪/৪
দুষ্টু আছে /যত,=৪/২
মিথ্যা কথা /অসৎ চলা=৪/৪
খাবে থত/মত।=৪/২


তাইতো আমি /ছুটির দিনে=৪/৪
তোমার কাছে /পড়ি,=৪/২
স্যারের কথা/মতো যেন=৪/৪
জীবনখানা/ গড়ি।=৪/২


** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে।  
---------------------------------------------------------------------------
৩) কবিতার ছন্দ লিপিকরণঃ  
ক) ছন্দরীতি- স্বরবৃত্ত ছন্দ / দলবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- ১ মাত্রা।
গ) পর্ব-  ৪/৪/৪/২ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব- ২ মাত্রা।      
ঘ) চরণ-২ পর্বের।  
ঙ) স্তবক- ৪ টি      
চ) মিল- পদান্তিক।  খ#ঘ  
ছ) পঙক্তি – ৮ টি।  সমস্ত পঙক্তি সমমাত্রিক ও প্রায় সমপর্বিক।            
জ) লয় -  দ্রুত।
ঝ) বিশেষত্ব- স্বরবৃত্ত ছন্দের ছড়া।  
ঞ) ছন্দ বিষয়ে মন্তব্য- খুব ভালো।  
---------------------------------------------------------------------------
৪) কবিতার ছন্দবদ্ধতার নানা দিকঃ  
ক) কবিতাটি কবি ছন্দ মেনে লিখেছেন।
খ) কবিতায় কাব্যব্যঞ্জনা প্রকাশিত হয়েছে।  
গ) কবিতার আবৃত্তিপাঠ ও অনুভূতি- যথার্থ ও সুন্দর।    
ঘ) কবিতার বাহ্য ও অন্তরঙ্গ উপকরণ সঠিক ভাবে জেনে বুঝে প্রয়োগ হয়েছে।  
ঙ) ছন্দের আকৃতি বা রূপভেদ- ছড়া      
চ) ছন্দবন্ধের ধরণ- চিরায়ত।    
ছ) কবিতায় অলঙ্কার প্রয়োগঃ সুন্দর।
জ) অন্ত্যমিল- যথার্থ।
ঝ) ছেদ ও যতির স্পষ্টতা-  উপলব্ধ।  
ঞ) কবিতায় ছন্দ ব্যাকরণের বিভিন্ন দিক প্রকাশিত হয়েছে।
---------------------------------------------------------------------------
৫) কবিতা বিষয়ে আমার মন্তব্য/পরামর্শ/অনুরোধ-  
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।  
---------------------------------------------------------------------------
*কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।
**আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করবেন। তাছাড়া যে কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।
*** আসরের ছন্দবদ্ধ কবিতার খোঁজ দিয়ে আমাকে জানালে খুশি হব।