বছরের শেষ লগ্ন, আজ জাগরিত-
গ্রীষ্মের ও দাবানলে পল্লির পথেতে
চড়কতলায়; শিব সন্ন্যাসী ধূলিতে
করছে ব্রত, নিয়ত প্রাণ নিবেদিত!
কঠিন পরান সাথে শরীরী খেলায়-
দৃঢ় প্রতিজ্ঞ মনেতে শিব মহাতলে,
সন্ধ্যাবাতাসে ঘুরছে মন দাবানলে-
পিঠেতে বড়শি তার চড়ক বেলায়।


পাশে তার বসে মেলা কত উপচার-
মানুষে কতই হাসি প্রাণ বিনিময়,
পল্লিবধূ নববস্ত্রে- রাখে অঙ্গীকার
কেউ হাসে, কেউ কাঁদে, জয় পরাজয়;
চড়ক শেষেতে গাছ একাকী দাঁড়িয়ে-
নববর্ষ উৎযাপনে আনন্দ ছাড়িয়ে।
      ------
# সনেট