ছন্দ ও কবিতার পাঠ –২৪ – স্বরবৃত্ত ছন্দের ধারণা
---ড. সুজিতকুমার বিশ্বাস
------------------------------------------------------------------------------
আজকের পাঠ উৎসর্গ করা হল - আসরের প্রিয়কবি ড প্রীতিশ চৌধুরী মহাশয়কে।          
------------------------------------------------------------------------------
আজকের বিষয়-  <পর্ব-৩, ভাগ-২৪> স্বরবৃত্ত ছন্দের ধারণা
------------------------------------------------------------------------------
আজ আমরা স্বরবৃত্ত ছন্দ বিষয়ে সাধারণ তথ্যগুলি জেনে নেব।


স্বরবৃত্ত ছন্দের সংজ্ঞাঃ
পর্বের আদি অক্ষরে শ্বাসাঘাতযুক্ত, দ্রুতলয় আশ্রিত, সাধারণত ৪ মাত্রার পূর্ণপর্বে গঠিত যে সুপ্রাচীন লৌকিকছন্দে মুক্ত ও রুদ্ধ সকল অক্ষরই একমাত্রা রূপে বিবেচিত, তাকে বলে স্বরবৃত্ত ছন্দ।


এই ছন্দের অপর নামঃ
দলমাত্রিক, শ্বাসাঘাত প্রধান, লৌকিক ছন্দ, দলবৃত্ত, বলবৃত্ত, প্রাকৃত বাংলার ছন্দ।, ছড়ার ছন্দ, কথ্য ভাষার পর্বভূমক,শ্বাসাঘাতবৃত্ত।


স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যঃ
১) পর্বের আদিতে বা কোনো বিশেষ অক্ষরে প্রবল শ্বাসাঘাত বা প্রস্বর পড়ে।
যেমনঃ ক) কে মেরেছে /কে ধরেছে /কে দিয়েছে/ গাল।
        খ) বাঁশ বাগানের /মাথার উপর /চাঁদ উঠেছে /ওই।
২) এই ছন্দের লয় দ্রুত। এই ছন্দ ঘোড়ার মতো টগবগিয়ে চলে। এখানে 'ই' 'ও' বা 'এ' কারের প্রাধান্য দেখা যায়।
যেমনঃ রাত পোহাল /ফর্সা হল /ফুটল কত/ ফুল।
৩)এই ছন্দে অক্ষরমাত্রই একমাত্রা। অর্থাৎ মুক্ত অক্ষরেও একমাত্রা আবার রুদ্ধ অক্ষরেও একমাত্রা।
৪) এর পূর্ণপর্ব সাধারণত চার মাত্রার।
যেমন; কেমন করে /বীর ডুবুরি/ সিন্ধু সেচে /মুক্তা আনে।
৫) ছড়া ও লোক গীতিতে এই ছন্দ বেশি ব্যবহৃত হয়।


এই ছন্দের প্রকৃতিঃ
১) এই ছন্দ লৌকিক জীবনের সাথে নিকট সম্পর্কযুক্ত;
২) একান্তভাবে বঙ্গদেশীয়।
৩) ছড়া জাতীয় লঘু বিষয়ের পক্ষে অনুকূল;
৪) এই ছন্দে কবিতা লিখতে গেলে কোনটি কোন দল তা জানার দরকার হয় না।
৫) এখানে কানের বিচার আসল; অর্থাৎ শ্রবণশক্তির উপর জোর দিতে হবে।
৬) এটা খুব সহজ ও নিজস্ব।


***আজ এই পর্যন্ত। তবে চলবে।
------------------------------------------------------------------------------
সূত্র/ ঋণস্বীকার- ১) বাংলা ছন্দঃ রূপ ও রীতি - মিহির চৌধুরী কামিল্যা    
----------------------------------------------------------------------------
আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করুন। তাছাড়া কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।