ছন্দ ও কবিতার পাঠ –৪০ –  আসুন লিখি মাত্রাবৃত্ত ছন্দে  
---ড. সুজিতকুমার বিশ্বাস
------------------------------------------------------------------------------
আজকের পাঠ উৎসর্গ করা হল - আসরের প্রিয়কবি রীনা বিশ্বাস (হাসি) মহাশয়াকে।            
------------------------------------------------------------------------------
পর্ব ৪ এর এযাবৎ আলোচনা মাত্রাবৃত্ত ছন্দের মধ্যে আবদ্ধ। মাত্রাবৃত্ত ছন্দের নানা দিক নিয়ে এই দশটি ভাগে আলোচনা করা হয়েছে। আজ এই পর্বের শেষে এসে গেছি আমরা। তাই আজ আসুন সবাই মাত্রাবৃত্ত ছন্দে কবিতা লিখি।
নানা পর্ব মেনে আমি বা অন্য কবিরা যা লিখেছেন সেগুলি আর একবার আমাদের লেখার সুবিধায় দেখে নিই। তারপর আমরা সেই নিয়ম মেনে লেখতে থাকি।  


৪/৪/২ মাত্রায় আমার কবিতাঃ


কতদিন /দেখা নেই /তনু!
কতদিন /কথা নেই /ফোনে;
কতদিন /বসিনি যে/ আর
সে রেস্টু/রেন্টের /কোণে।


সে প্রথম /হয়েছিল /দেখা
কোনো এক/ প্রিয় সেমি/নারে;
কত কিছু /দেখেছি যে /চোখে
এ নজর /রাঙাশাড়ি/ পাড়ে।
      -কবিতাঃ কতদিন দেখা নেই তনু-১


৬/৬/২ মাত্রায় আমার কবিতাঃ


কন্ঠে আমার /বাঊলের গান
পল্লিবাংলা /কথা;
আমার গানেতে /ফুটে ওঠে আজ
তাহার সে সখ্য/তা।(সখ/খতা)
মনেতে আমার /জমানো আগুন
আগুন মনটি /বেয়ে;
আজকে পরান /শক্ত করিব
আজ শুধু গান /গেয়ে।
        -কবিতাঃ কোনো এক শিল্পীর জীবনকথা ৪


৬/৬/৬/২ মাত্রায় আমার কবিতাঃ

ভুলি না কখন, /ভুলব না প্রিয় /যেখানে থাকিবে/ তুমি;
আগলে রাখিব, /যতনে রাখিব /তোমার আপন /ভূমি;
আমার ঘরেতে /তোমার এ বাস /তোমার গলার/ হার;
সকল রাখিব /যতনেতে তুলে /করেছি অঙ্গি/কার!
তোমার এ স্মৃতি,/ তোমার মুরতি /হৃদয়ের মাঝে /গড়া-
সকালসন্ধ্যা /প্রতিদিন মাঝে /তোমাকেই মনে/ পড়া।
আমার চোখেতে/ তুমি নীলমণি,/ তুমি মোর মনো/প্রিয়া;
সারা অঙ্গেতে /আজ লিখে রাখি /প্রিয় যে তুমি সু/ফিয়া।
          -কবিতাঃ সুফিয়া মমতাজ (কাব্যগ্রন্থ) : ৪৮


৫/৫/৫/২ মাত্রায় মোঃ নাজমুল হাসানের কবিতাঃ
  
"মনের মাঝে /সুখ যেখানে/ সেখানে তোর/ ঘর,
হঠাৎ ঝড় /ভাঙলো এসে/ সুখ হলো যে /পর।
ভাসিয়ে নিলো/ এই আমাকে /দুনয়নের /জলে,
ছটফটানি /বাড়িয়ে দিল /তোকে পাবার /ছলে।
হারিয়ে গেলি /অনেক দূরে /ফিরলি নাতো /আর,
ভালোবাসার /দোহাই দিয়ে /খুঁজেছি বার /বার।"
          -কবিতাঃ ভাঙা মনের কথা


৬/৬/২-৩ মাত্রায় (অতিপর্ব সহ) স্বপ্না বন্দ্যোপাধ্যায়ের কবিতাঃ


"ওরা    /অচেনা অজানা /একদল বেদু/ইন
            বৃষ্টির মতো  /একসাথে ওরা  /নিজেরা দ্বন্দ্ব/হীন
    ওরা /   হাসিখুশি যেন  /নদীর মতই /বহতা
            বাটি-ঘটি সব / বয়ে নিয়ে চলে /অপার অসীম /ক্ষমতা,"
          -কবিতাঃ বেদুইন


৭/৭ মাত্রায় বিচিত্র কুমারের কবিতাঃ    


"তুমি মমতাময়ী /তুমি ছলনাময়ী
দু'চোখে কি লজ্জা /জীবন্ত সজ্জা'
স্রষ্টার সৃষ্টি /অধীন পাখি তুমি
তুমি কবির কাব্য/ মানবকল্পনা। "
       -কবিতাঃ নারী  


এভাবেই লিখে ফেলুন মনের মাধুরি মিশিয়ে নানা ছড়া ও কবিতা এই ছন্দে।  
***আজ এই পর্যন্ত। তবে চলবে।
------------------------------------------------------------------------------
সূত্র/ ঋণস্বীকার- ১) বাংলা কবিতার আসর      
----------------------------------------------------------------------------
আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করুন। তাছাড়া কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।