হেসে আজ উঠলে কেমন-
প্রভাতবেলার ছন্দ মতো;
একাকী ছিল এই মনন
গোপন ছিল কবিতা কত।


শুনেছি একা গানের কলি-
ভেবেছি কত তোমার কথা,
কভু একা একা কথা বলি-
তোমার সাড়া পাই যে সেথা।


আজ চোখেতে পড়ল চোখ,
নজর ছিল পলকহীন-
জানি, দূরে গেল সব শোক
মনের দুয়ারে শত ঋণ।


মনেতে রেখো আমার দৃষ্টি
হৃদয় মাঝে শ্রাবণধারা-
হৃদ-মাটিতে নয়ন কৃষ্টি,
আমাতে তোমার নিত্য সাড়া।
    ------