*************আসরের কবিতার ছন্দ বিশ্লেষণ ও অন্যান্যঃ ৪০***************
                               ***** পদ্য কবিতা (অক্ষরবৃত্ত ছন্দ - সনেট)*****
কবিতাঃ  বনোফুলে মনগাঁথা
কবিঃ মোঃ ফিরোজ হোসেন
প্রকাশিত তারিখঃ ১৩/১১/২০১৭
***কবি  বাংলা-কবিতার আসরে ১ বছর ১১ মাস আছেন।কবি আজ পর্যন্ত ২৩২টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ


অপরূপ বুনোফুল হাসি ভরা মুখ
বহুরূপী বহতায় সীমানা হারায়
ছড়ানো বরণডালা করে না বিমুখ
আবেশি আকন্ঠ জলে ডুবে গেছি হায়
হেঁটে যায় দুলে দুলে সমৃদ্ধ সমুখ
বনলতা কুঞ্জে কুঞ্জে গাহে গুনগুন
ভৈরবী বাঁশরী সুরে ভরে নাকো মন
মোহময় স্পর্শ মাখি আহা কী-যে সুখ ।


ফিসফাস কানাকানি দেখো চারিধার
বুনোফুল অভিসারে অতি-যে গোপন
চমকিত বনবীথি আপ্লুত অপার
নিশিদিন তারে লয়ে দেখি-যে স্বপন
খুঁজে ফিরি ঠিকানা সে বিতল মনের
বুনোফুলে মনগাঁথা কতো-যে আপন ।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
বিঃ দ্রঃ **মূল কবিতাকে  প্রয়োজনে কিছু ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে।
অপরূপ বনোফুল /হাসিভরা মুখ =৮/৬
বহুরূপী বহতায় /সীমানা হারায় =৮/৬
ছড়ানো বরণডালা /করে না বিমুখ =৮/৬
আবেশি আকন্ঠ জলে /ডুবে গেছি হায়!=৮/৬
হেঁটে যায় দুলে দুলে /সমৃদ্ধ সমুখ=৮/৬
বনলতা কুঞ্জে কুঞ্জে /গাহে গুনগুন=৮/৬
ভৈরবী বাঁশরি সুরে /ভরে নাকো মন=৮/৬
মোহময় স্পর্শ মাখি /আহা কী-যে সুখ ।=৮/৬


ফিসফাস কানাকানি /দেখো চারিধার=৮/৬
বনোফুল অভিসারে /অতি-যে গোপন=৮/৬
চমকিত বনবীথি /আপ্লুত অপার=৮/৬
নিশিদিন তারে লয়ে /দেখি-যে স্বপন=৮/৬
খুঁজে ফিরি মন মাঝে /সেই ঠিকানার=৮/৬
বনোফুলে মনগাঁথা /কত-যে আপন । =৮/৬
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- অক্ষরবৃত্ত ছন্দ / মিশ্রবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- আগে ও মাঝে ১ মাত্রা, পরে ২ মাত্রা।
গ) পর্ব-  ৮/৬ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৮ মাত্রা, অপূর্ণ পর্ব-৬ মাত্রা।
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক-২ টি  
চ) মিল- পদান্তিক। তবে স্পষ্ট নয়।
ছ) পঙক্তি - ১৪ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় -  ধীর।
ঝ) বিশেষত্ব-   সনেট কবিতা।
ঞ) মন্তব্য- খুব ভালো।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ)কবিতার শ্রেণি- প্রকৃতিমূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর। বুনোফুল > বনোফুল
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি-  প্রয়োজন।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।