*************আসরের কবিতার ছন্দ বিশ্লেষণ ও অন্যান্যঃ পাঁচ***************
                                             ***** পদ্য কবিতা (স্বরবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ  প্রিয় রাসুল(সাঃ)
কবিঃ মোহাম্মদ কামরুল ইসলাম
প্রকাশিত তারিখঃ ১৫/১২/২০১৭ (আজ)
***কবি ১ বছর ৫ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ১৭৮টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ


কার নূরেতে ধরা থেকে আঁধার গেলো টুটে
কার পরশে ধরার বুকে আলোর রবি উঠে
কার আগমনী বার্তা শুনে খুশি তামাম কূল
কার ছোঁয়াতে মরুর বুকে ফুটে রঙিন ফুল।


কার কারণে ভ্রান্তযারা সত্যের দিশা পেলো
কার কারণে অশান্তরা শান্তি সমাজ পেলো
কার কারণে পাপের রাজ্যে পুণ্য ভরে গেলো
কার কারণে তপ্ত মরুয় সুখের জগত হলো।


কার ছোঁয়াতে অনাথ শিশুর মুখে ফুটে হাসি
কার পরশে দুঃখীর জীবন সুখে রাশি রাশি
কার কারণে ধনী গরিব সব ভেদাভেদ ভুলে
কার কারণে ন্যায় ইনসাফের সুরধ্বণী দুলে।


কাকে বলো শত্রু মিত্র ডাকে আল আমীন
কাকে পেয়ে আনন্দিত আসমান ও জমিন
কার নামেতে দুরুদ পরে ধরার তামাম কূল
সে যে আমার প্রিয় হাবীব মুহাম্মদ রাসুল।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর ও অর্থবহ। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়। কবির এই কবিতাটি পদ্যরূপে লেখা।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-


কার নূরেতে /ধরা থেকে /আঁধার গেল/ টুটে =৪/৪/৪/২
কার পরশে /ধরার বুকে/ আলোর রবি/ উঠে=৪/৪/৪/২
আগমনী/ বার্তা শুনে /খুশি তামাম /কূল=৪/৪/৪/১
কার ছোঁয়াতে/ মরুর বুকে /ফুটে রঙিন /ফুল।=৪/৪/৪/১


কার কারণে /ভ্রান্ত যারা/ সত্যের দিশা /পেল=৪/৪/৪/২
কার কারণে /অশান্তরা /শান্তি সমাজ/ পেল=৪/৪/৪/২
কার কারণে /পাপের রাজ্যে /পুণ্য ভরে /গেল=৪/৪/৪/২
কার কারণে /তপ্ত মরু /সুখের জগৎ /হল।=৪/৪/৪/২


কার ছোঁয়াতে/ অনাথ শিশুর/ মুখে ফুটে /হাসি=৪/৪/৪/২
কার পরশে /দুঃখীর জীবন /সুখে রাশি /রাশি=৪/৪/৪/২
কার কারণে /ধনী গরিব /সব ভেদাভেদ /ভুলে=৪/৪/৪/২
কার কারণে /ন্যায় ইনসাফের/ সুরধ্বণি/ দুলে।=৪/৪/৪/২


কাকে বলো /শত্রু মিত্র /ডাকিছে আল/ আমীন=৪/৪/৪/২
কাকে পেয়ে/ আনন্দিত / এই আসমান ও /জমিন=৪/৪/৪/২
কার নামেতে /দুরুদ পরে/ ধরার তামাম/ কূল=৪/৪/৪/১
সে যে আমার/ প্রিয় হাবীব /মুহাম্মদ রা/সুল।=৪/৪/৪/১


*** কবির এই কবিতাটি স্বরবৃত্ত ছন্দে লেখা। ৪/৪/৪/১-২ মাত্রায় আছে।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দ / দলবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- ১ মাত্রা।
গ) পর্ব-  ৪/৪/৪/১-২ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব- ১-২ মাত্রা।
ঘ) চরণ-৪ পর্বের
ঙ) স্তবক- ৪ টি
চ) মিল- পদান্তিক
ছ) পঙক্তি - ১৬ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় -  দ্রুত।
ঝ) বিশেষত্ব-  ধর্মীয় কবিতা।
ঞ) মন্তব্য- নেই
------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- ধর্ম ও সংস্কার মূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি-  আরও প্রয়োজন ।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- বেশ কিছু ভুল আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি। বানানে আরও নজর চাই।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।