ওগো দয়াল! আমার দয়াল ঠাকুর
তুমি; শয়নে স্বপনে ও নামের সাথে
আমার এ চলাচল, নিত্য ভরপুর
হই; তোমার সান্নিধ্যে, তোমার সুগ্রন্থে-
চলার পথেতে তুমি ধরেছ এ হাত!
তোমার কার্যেতে তাই থাকি ইষ্টমনে;
তোমার ছোঁয়াতে আসে প্রতিটি প্রভাত
আমি শুধু ধন্য হই তোমার কথনে।


আজ এই জীবনেতে তুমি মনোময়!
ধন্য হয়েছে আমার মানব জনম;
তোমার কথায় যেন আমার বিজয়
এ জীবনে ব্রত করি শুধুই পরম;
তোমাতে আকুতি তাই আমার দয়াল-
তোমাতে ভকতি রাখি আমাতে খেয়াল।