অপরূপ দিঘিখানি আমাদের
বরষ শ্রাবণ জলে;
গাঁয়ের মাঝেতে কাজল নয়ন
তাল, বাগিচার তলে।
বরষার কালে হয় ভরপুর
দুকূল উঠেছে ছেয়ে;
কত যে তাহার ও বাহার দেখি
মন আঙিনায় পেয়ে।


চারিপাশে তার কত ফুল ফোটে
কতক নামের গাছ;
সবে যেন আসে দিঘিটির পারে
হাঁস হাঁসালির নাচ।
শত গুঞ্জন ও শত গুনগুন
প্রাণের আঁচল খানি;
গ্রীষ্মের কালেতে কতই আপন
তাহাকেই কাছে টানি।


সূর্য ওঠে ওই দিঘিটির পারে
আবার ডুবিয়া যায়;
রোদ ঝলমল প্রিয় বেলাখানি
তার কথা প্রশংসায়
ছেলে থেকে বুড়ো, গায়ের যুবতী
দিঘিতেই গা ধোওয়া;
শত জনমের শত অলঙ্কার
আপন করে যে পাওয়া।
      -------