সেদিন আমি তোমার কাছে এসে-
করেছিলাম মস্ত বড়ো ভুল;
ওই শরীরে সম্মোহনী ডাক
তোমার পিঠে আকাশ জোড়া চুল।


আমি তখন শীতদুপুরে একা
পিপাসার্ত মনের প্রজাপতি;
নীলাভ রঙে শরীর ছিল ঢাকা
সেদিন তুমি দিয়েছ সম্মতি।


অগ্নিকণা তুমি তো নও মোটে
সম্পর্ক জন্মে ক্ষণকাল;
আদ্যময় যৌবনটি দেখা
থাকবে চোখে আমার চিরকাল।


শয্যা জুড়ে সেদিন বজ্রপাত
রক্তধারা ছড়িয়ে পড়ে ঘাসে-
আমি তখন একলা অকস্মাৎ
জড়িয়ে ধরি তোমায় ভালোবেসে।