দুকূল ছেপে এল বৃষ্টি
সাথে এল বৈশাখী ঝড়;
মনে মনে হরেক সৃষ্টি
এলোমেলো জীবন দোসর।


ফুলের সাথে প্রজাপতি
কান্নায় মিশে থাকে হাসি;
কবিতায় যে রীতিনীতি
আগমনি রাশিরাশি।


আজ দেখেছি এলোকেশ মেঘ
অগোছালো নবীন প্লাবন;
ভৈরবী তান মাঝেতে বেগ
চুম্বন মাঝে নব শ্রাবণ।


অবশেষে রেখেছি হাত
প্রাণের সাথে নবীন প্রাণ;
বৃষ্টি ভোলায় আঁধার এ রাত
চুপিচুপি অবগাহন।
      ------


কবিতাটি স্বরবৃত্তে ছন্দে লেখা (৪ মাত্রায়)।