দেখে গেছি এদিক ওদিক
খুঁজে ফিরি গভীর অরণ্যে;
বুঝি না কোনটা ভুল-ঠিক
শুধু বুঝি এ তোমার জন্যে।


শরীরে আছে কতই জ্বালা
নেভেনা যে তা কোনো কারণে
রোমকূপ শুষ্কতার বেলা
জেগে ওঠা মনের দহনে।


বাতাসেতে কথা বারে বারে
মনেতে তোমার এ ইশারা;
পূজা দিই গহন আঁধারে
কিছু নেই রূপকথা ছাড়া।


মনে আজ তার আয়োজন
যত কাহিনিরা ছিল ঢাকা;
তবু দেখি প্রণয় দংশন
তোমার এ ললাটেতে আঁকা।
       --------