কোথা থেকে ছুটে এলে ঘামেভেজা মুখে
হাজার লোকের ভিড়ে! একাকী বাহারে-
নীরবে তোমাকে দেখি আমি বারেবারে;
বিকাল সময় মাঝে অন্তহীন সুখে
কতই শোভন যেন; শোভাধারী বুকে
চোখ পরে, মন দিয়ে বলেছি আহারে;
বদনেতে নবসাজ বসনের পারে-
সহজে দাঁড়ালে এসে আমার সমুখে।


কতজনে দেখে গেছে অচেনা সে চোখে
সোনার রূপের পরে, দেখে গেছে আলো-
কেহ কেহ দেখে বুঝি- না পাওয়ার শোকে
আমার এ মন বলে 'তুমি কত ভালো'।
বাঁধা আছি কণ্ঠ 'পরে কাব্যউত্তরণ
তোমার মুখের পরে লাগেনি গ্রহণ।
       ----------