হেসে গেছ আজ সবুজ বাতাসে
গাছের পাতার মতো;
তোমার সে হাসি চেয়ে দেখে আমি
হেসে গেছি অবিরত।


তখন আমার মলিন দুয়ার
দুয়ারেতে ফুল ফোটা;
ফুল তুলিতেই বের হয়ে আমি
দেখেছি তোমার হাঁটা।


কিছু পথ গেছ, ফিরে ফিরে চাও-
আবার হেসেছ খানিক;
দিবসের শেষে এখনও যে প্রিয়
হাসিকে ভেবেছি মাণিক।


আমি রোজ চাই- এ পথের পাশে,
দেখিতে তোমার হাসি;
তোমার নয়নে চোখ রেখে আমি
একদিন ভালোবাসি।
      -----