মেঘের থেকে বাদল যত দূরে
পাতার থেকে শিশিরতো নয় মোটে
নদীর মাঝে জলের ধারা বয়
গানগুলিতো সুরের থেকে ছোটে।


ফুল থেকে ঠিক সুগন্ধ যত দূরে-
সূর্য থেকে যত দূরে আলো;
ঘুমের থেকে স্বপ্নতো নয় দূরে
যতদূরে আঁধার থেকে কালো।


সাগর থেকে ঢেউ যতটা দূরে
দিনের থেকে রাত্রি যত দূর;
ততদূরে যেও না কোনোদিনও
একলা চেয়ে প্রিয়তি বন্ধুর।
      ------