নীরব নিশুতি রাতে একা চলি পথ-
দূর থেকে ভেসে আসে বকুলের গন্ধ;
আঁধারেতে গাছগুলি সারি সারি রথ
ফুলের সুগন্ধ বুঝি আঁকাবাঁকা মন্দ।


দূরের আকাশে দেখি একফালি চাঁদ
আমার অজানা পথে আলোর অভাব;
ভয় পেতে বসে আছে আঁধারের ফাঁদ
এমন চলার মাঝে আমার স্বভাব।


নদীকূলে আসে শুনি শীতল আহ্বান
আঁধারেতে কালোজল গর্ভমাঝে নদী;
তবুও ঢেউয়ের মাঝে ওঠাপড়া গান
কালো মেঘে পরিচয় দিতে পারি যদি।


তোমাকে মায়ার রাতে আজ মনে পড়ে-
বাতাসের গন্ধ বেয়ে তুমি যদি আসো;
গাছের সে পাতাগুলি ফিসফিস বাড়ে
একটি রাতের মাঝে শুধু ভালোবাসো।
          --------