কাজলেতে ঢেকেছে কান্না-
কীভাবে যে বুঝে গেছ তুমি;
লুকাবে  গোপন যন্ত্রণা-
হাসিখুসি আড়ালেতে আমি।


প্রসাধনে ঢাকা আছে মুখ
শরীরেতে কত জৌলুস;
বিছানাতে আমি  উৎসুক
সবেতেই আমি যে বেহুস।


মলিনতা মেশে আয়নায়-
কত জল দূর হয় আজ;
কাঁপন আসে এই বেলায়
মোর ঘরে সোহাগের সাজ।


কাজলেতে ঢেকে গেছে বুক-
আবিরে মিশে আছে রক্ত;
ছায়া ঘেরা মুখে কত সুখ-
এলোমেলো পথে অশান্ত।
          ------


***কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা।
পূর্ণ পর্ব- ১০ মাত্রায়।