আজিকে সুরের ডালি হৃদয়ে এঁকেছ
অনিন্দিত কণ্ঠে; আজ এ ঘরের দোরে-
তোমার সুর মালায় মোহিত করেছ
আমায়! জাগিয়া উঠি মোর অন্তঃপুরে।
মধুর মালতি সুরে দূরে ভাসে গান;
সুধাময়ী কণ্ঠ আজি ছড়াল ভুবনে-
তোমাতে চেয়েছি আমি ভুলে সব মান!
ওই সুর, ওই গান- মোর এ অঙ্গনে।


আমার ভুবনে আমি গান ভালোবাসি,
তোমার সুধার চোখে সে কি মোহিনী!
তব ঠোঁটে লেগে গান চোখে ছিল হাসি-
এমন মধুর গান আগে তো শুনিনি।
তুমি প্রিয়ে গেয়ে যাও মন সীমানায়-
আমার গানের রাতে শুধু আসা চাই।
             ---------