গরম পড়েছে ভীষণ গরম
চারিদিকে গরমের গন্ধ;
খুশিতেই জগাই আর মাধাই
দুইমাস পাঠশালা বন্ধ।


নেই আর পড়া, নেই লেখা আর-
নেই আর কোনো কিছু টেস্ট;
জামাজুতো বইখাতা স্কুল ছেড়ে
সবাইতো ভালো আছি বেস্ট।


আজ মামাবাড়ি, মাসিবাড়ি আর
আমজাম লিচুগাছ তলে-
দুইমাস ধরে খেলব প্রচুর
সাঁতরাব পুকুরের জলে।


ভাবি বসে শুধু আশমান জমি
ছুটে যাই নদী-নালা-বিল;
জামাজুতো খাতা আর দেবে না তো
দেবে না তো দুপুরের মিল!


গরম পড়েছে এখন গরম
চারিদিকে ভোট ভোট দ্বন্দ্ব;
খুশিতেই হাসে বিশ্বের বাংলা
দুইমাস পাঠশালা বন্ধ।


হবু-গবু ভেবে মিলেমিশে আজ
পেতে চাই খেতাব ভীষণ!
তাই আজ এক গ্রীষ্মঋতু জুড়ে
গরমের ছুটি প্রয়োজন।
     -------