ঘুমিয়ে পড়েছ তুমি আজ অবশেষে-
দিবস ক্লান্তি শরীর জুড়ে যে তোমার;
ডেকে ডেকে কথা বলি কোন সে সাহসে!
তবুওতো দেখে গেছি ঘুম বালিকার।
আকাশেতে পূর্ণচাঁদ পৌষের বেলায়-
সেই আলো পড়ে এসে চাঁদপানা মুখে
আপনে মেতেছি আমি কবিতা খেলায়-
ঘুমাও রূপসী তুমি ঘুমাও ও সুখে।


আকাশে থাকুক চাঁদ আজ সারা বেলা,
সুপ্রিয় বদন জুড়ে কবিতার রাশি!
আপনে ভাসাব আজ মোর প্রিয় ভেলা
এমন মধুর রূপ বড়ো ভালোবাসি।
সুনিপুণ মুখে তুমি চাঁদ আলো মাখো
এভাবেই যুগ যুগ মোরে কাছে রাখো।
          -------