অতৃপ্ত আত্মার মতো অনুভুতিগুলি
ঘুরে ঘুরে আপনার মাঝে এসে যায়;
আলাপ-প্রলাপ সব একে একে ভুলি
পূর্ণশশী চিরদিন মনে দেখা পাই।
পরিত্যক্ত জীবনেতে আজ অপরাধী
অনাবৃত অভিমান! নিঃস্ব ঠিকানায়
ঝড়ের মতন বুঝি আমি বিসম্বাদি;
শূন্য হৃদয়স্পন্দন আজ অজানায়।


অবশেষে মুক্ত হই দ্বার অবারিত!
আলো বাতাসের মাঝে দেখি অভিমান
একদিন এ জীবন সদা মুখরিত
নানা কর্মে নানা ধর্মে দিয়েছে প্রমাণ।
আজ তবু থেকে যাই এ নিঃসঙ্গতায়
আমার মনের ঘরে আমি অসহায়।
          --------


***********
ছন্দ- অক্ষরবৃত্ত
পর্ব বিন্যাস- ৮/৬
কবিতার প্রকৃতি- সনেট
রীতি- সেক্সপীরীয়
অন্ত্যমিল- ক খ ক খ গ ঘ গ ঘ / ঙ চ ঙ চ ছ ছ