তোমায় আমি বাঁধতে পারি
জব্দ করে;
শিকল বেঁধে রাখতে পারি
ছন্দ ঘরে।


যতই তুমি বলবে কথা
নিজের ফেরে;
খুলতে বাঁধন লাগবে সময়
অন্ধকারে।


শব্দ ছেড়ে দেখব কেমন
পালাও তুমি;
তবু নিজের আড়াল ঘরে
বদ্ধভূমি।


অনুভুতি আসলে আবার
থাকি দ্বন্দ্বে;
প্রাণ বুঝি হেরে যাবে
নতুন ছন্দে।
     ------