জন্মসূত্রে ভালোবাসা তোমার শাখায়-
প্রশাখায়; অবহেলা কোরোনা আমাকে;
কবে থেকে জড়িয়েছি তোমাকে অজান্তে-
আমার মনেতে নেই; বালক-কিশোর
কাল চলে গেল ধীরে, বুঝিনা আমি তা!
তোমাতে পাগল হই, আমি উষ্ণ হতে
হতে আমার পারদে স্নান করি একা;
আমার নিশ্বাস আমি দেখে থাকি শুধু।


আমার জানালা ধরে আমি শুধু ভাবি-
গত প্রজন্মের সাধ! যেখানে লুকিয়ে
রাখি হাজার দিনের গোপন সে পত্র
তোমার ডালিতে; শ্বাস প্রশ্বাসের সাথে
আমি তোমাকে সময় দেব প্রতিদিন;
তুমি শুধু এসো এই আড়াল বেলায়।