বেঁচে থাকে জয় পরাজয়
যেন সহজ যাপনচিত্র;
কোনোটাই আজ কাম্য নয়
গল্পের আসর মাঝে মিত্র।


সেই সংগীতে অন্ত্যাক্ষরী
আঁকা রবে মৃত চিত্রগাঁথা
মনে মনে আজ তারে স্মরি
তোমার মননে আমি স্রোতা।


প্রত্যেক পাতায় দিনলিপি
সবেতেই কিছু কিছু দাগ;
খোলা থাকে সহজাত ঝাপি
সিংহের মতো অনুরাগ।


শেষকালে খুঁজে চলি চিহ্ন
জয়-পরাজয় সব ভুলে;
এখানে তুমিও অবতীর্ণ
চলে এসো আপনার কূলে।
       ------