।৩।
কথা ছিল জানি, বিবাহের পর-
চলিবে আমার গান;
সেই খুশিতেই হারিয়ে ফেলেছি
সকল সে প্রতিদান।


সরকারি স্বামী, চাকরিতে তিনি
নানা দিকে মন দিই;
আমার মনের জমানো সে ব্যথা
স্বামী তবু বোঝেনি।


বিয়ের আগের সেই সব কথা
হয়ে গেছে তার ভুল;
মুখ ও মুখোশ এক নয় তার
গান যে চক্ষুশূল।


নানা যন্ত্রণা নানান বেদনা
কেটে গেছে ধীরে ধীরে;
গোপনেতে গান গেয়ে গেছি শুধু
নীরবে অন্ধকারে।


অনেক সয়েছি আর তো পারিনি
ছেড়েছি স্বামীর ঘর;
গানকেই শুধু ভালোবাসি আমি
গানেতেই অঙ্গীকার।


আজকে খুশিতে এ চোখেতে জল
হার মানিনি তো আমি;
এই মঞ্চেও বলে যাই আমি
ফেরাতে আসেনি স্বামী।
      ----