আবার বছর শেষে চৈত্রের মাস
আবার ফাগুন সাথে প্রণয় উল্লাস
আবার সকল সাথে আমাদের বাস
          আবার ঘড়ির কাটা বুঝি ঠিকঠিক,


আবার নদীর জলে সোহাগের স্নান
আবার উঠোন জুড়ে প্রভাতিয়া গান
মানুষ সবার কাজে করি অনুমান
        আসবে নতুন ভোর প্রেম পাললিক।


আবার আমোদ সুরে রাজপথে ট্রাম
আবার ঢাকের তালে আমাদের গ্রাম
আবার গাছের নীচে আমি তুমি নাম
         আবার খুশিতে হাসি মন চারিদিক,


মুখ থেকে খুলে যাবে মুখোশের সারি
নাচে গানে মুখরিত সোমেদের বাড়ি
সাইরেন দিয়ে ট্রেন স্টেশনটি ছাড়ি
         বলো দেখি কবে সব হবে স্বাভাবিক।।