।১০।
কতদিন দেখা নেই তনু
কেমন চলছে গবেষণা!
তুমি বুঝি আর ট্রেন ধরে-
'ঘোষপাড়া মোড়' -এ আসো না!


এর মাঝে চলে গবেষণা
কত কিছু খুঁজে চলি আমি;
নেট মাঝে দিন রাত খোঁজা
যদি কিছু পেয়ে যাই দামি।


সব বলি তনু তোমাকেই-
তুমি বুঝি খুশি হও খুব;
আমার সে কাজকাম ফেলে
গবেষণা মাঝে দিই ডুব।


'বাংলার সাহিত্যে সুফি'
কাজ তার মোটে কম নয়!
অনেক তো বই আছে দেখি
বিশেষত পুব বাংলায়।


আসা যাওয়া মোর বাড়ি পথে-
আগে পরে থামে ওই ট্রেন;
এ স্টেশন দ্রুত ছুটে যাও-
বাজিয়ে করুণ সাইরেন।


আমি তাই সব কিছু নিয়ে
দাঁড়িয়ে থেকেছি আগে পরে-
হেসে হেসে তুমি কথা বলো
ফোন করো ফিরে সেই ঘরে।


লেখা কিছু দিয়েছি যে ডাকে
একশত, কারবালা রোড;
তুমি দেখে হয়েছ অবাক
ওরে বাবা, এত মহা লোড!


কতদিন দেখা নেই তনু
কেমন চলছে গবেষণা!
    ---------
** চলবে।