।১২।
কতদিন দেখা নেই তনু!
কত কথা মনে পড়ে আজ;
এক্সপ্রেস ট্রেনখানি ধরে-
লালপথে এঁকেছি কোলাজ।


কামরায় পাশাপাশি বসা
কতদিনে সাধনার ফল;
মুখে কত সোহাগ যে ছিল
আনন্দে তুমি বিহ্বল।


আমি তুমি জানালার কাছে
কত কথা আর দেখাদেখি;
আমি চেয়ে দেখেছি তোমায়-
সব ফেলে অজানায় রাখি।


ট্রেন বেশ জোড়েজোড়ে ছোটে-
কামরায় নানান সে লোক;
তুমি খাও আমার টিফিন
চা বা কফি আমাতেই হোক।


এসে যাই রবির সে দেশে
গাড়িভাড়া তিনশ' টাকায়;
চারিদিকে সব দেখা হবে
দুজনেতে বডিরিক্সায়।


লালমাটি পথে চলি বেশ
কত কিছু দেখে নাও চোখে;
আমি যেন আড়ালেতে বেশ
তোমাকেই জড়িয়েছি বুকে।


কতদিন দেখা নেই তনু
কত কথা মনে পড়ে আজ।
  -------
      ** চলবে।