।।দুই।।
কতদিন দেখা নেই তনু
আজ মনে পড়ে খুব খুব;
সেই সুর সেই কথা ধরে-
তোমার ও আঙিনাতে ডুব।


সে বেলায় দাঁড়িয়েছ তুমি
আমাদের সেমিনার শেষে-
টেলিফোন নাম্বার খানি
এসে লিখে দিলে অনায়াসে।


চেনা মনে মুখ তুলে তুমি
পলকের কীবা ছিল শোভা;
থ্রি জিরো ফোর ফোর টেন
নিজ হাতে লেখো মনোলোভা।


তারপর চলে আসি ফিরে
মন মাঝে তোমাকেই ভাবি;
শীতলতা লাগে বেশ গায়ে
ক্যামেরাতে দেখি সব ছবি।


ফোন করো সন্ধ্যেবেলায়
বাড়ি ফিরে এই মোবাইলে;
সেই চেনা সুর কথামালা
এ যে তুমি কী বাঁধন দিলে!


সেই শুরু ফোন আর ফোন
কত কথা সারাদিন রাত;
সব কথা বলেছ আমায়
কোথায় কী পেয়েছ আঘাত!


কতদিন দেখা নেই তনু
আজ মনে পড়ে খুব খুব।
       ----
** চলবে।