কলেজেতে তুমি তনুদি-
সবাকার বড়ো প্রিয়জন;
তুমি ভালো অনেকের কাছে
তোমার সে কত আয়োজন।


তবু কোথা লাগে খটখটি
এইচওডি মোটে ভালো না;
ভালোবাসে সব কলিগেরা
বলেছ তুমি সব ঘটনা।


মাঝেমাঝে বাড়ি যেয়ে তুমি
থেকেছ যে একার সে ঘরে;
মন যে ভালো নেই তোমার
খাওনি যে আজ দুপুরে।


একদিন বাড়িটির পরে-
কেটেছ যে বড়ো রুইমাছ
মায়ে সাথে রান্নার কালে
দেখেছে সে পাড়ার সমাজ।


তোমার সে নিরিবিলি ঘর
সেখানেতে তুমি শুধু একা
আলগোছে পোশাকেতে তুমি
জানালায় কত কিছু দেখা।


একদিন যাব ওই বাড়ি
কথা ছিল এমন আমার
ইচ্ছা যে ঘুরি আমি তুমি
ঘুরব সে মতিঝিল ধার।


কতদিন দেখা নেই তনু
কতদিন কথা নেই ফোনে।
       -----