।।৬।।
কতদিন দেখা নেই তনু
সেইপথে আর চলাচল;
সেইদিন মনে পড়ে খুব-
আমি বুঝি বড়ো বেসামাল।


ছুটে গেছি তোমার ও কাছে
শুনেছি যে এসে গেছ রাতে;
কত ফোন করে গেছি আমি
একবার যদি সাক্ষাতে!


'ঘোষপাড়া মোড়' এ ছটফট
ফোনে নেই টাওয়ার কোনো;
অন্যের ফোন থেকে তাই
অবশেষে খোঁজ নিই জানো!


তারপর যেই ছাড়ি আশা
ফিরে আসি এ বাড়ির পথে;
চেয়ে দেখি তুমি আসো দ্রুত
ব্যাগ-লোটা সব কিছু সাথে।


চলে যাবে নেই কোনো কাজ
অসুস্থ তোমার গাইড;
ট্রেন ধরা তাড়া আছে বুঝি
ফটাফট অটোতে রাইড।


ফেজাচুল এলোমেলো থাকে
পিছনেতে আমার এ হাত;
শীতলতা লাগে বুঝি গায়ে
চোখে চোখে কথা সম্পাত।


কতদিন দেখা নেই তনু
সেই পথে আর চলাচল।
    -------
** চলবে।