এই খাটে তোর বাবা মরেছিল
এই খাটে ম'ল মায়;
এই খাটে তোর বড়ো ভাই ম'ল
এ খাট রাখিব নাই।


অনেক যতনে খাটখানি ছিল
আমার ঘরের মাঝে;
কত আনন্দে কাটিত সময়
খাটখানি লয়ে সাঁঝে।


সারাটি বাড়িতে একখানি খাট
একটি বসার ঠাই;
সকলে আসিত আমোদে জুটিত
ছেলে-বুড়ো সব্বাই।


খাটখানি নিয়ে কত কথা আজ
মনে পড়ে  নীরালায়;
ওর বাপে ওই খাট করেছিল
কত টাকা খরচায়।


সারাটি জীবন কেটে গেছে তার
মাটির ও বিছানায়;
কোনোদিন জানি ভালো করে ছেলে
ঘুমাতেই পারে নাই।


শেষকালে তাই বেঁচে গাছগুলি
সেগুনের গাছ দুটা;
শখ করে তাই খাট করেছিল
শুতে শেষ দিন ক'টা।


একদিন তার কী যে হল জ্বর
সেই যে খাটেতে শুলো;
মহাঘুমে তার এ শেষ বিছানা
এই তো কপালে ছিল।


কে জানিত তার এই পরিণতি
নতুন খাটের 'পরে;
মানুষটি গেছে সেই কথা আছে
আমরা যে খাট জুড়ে।


দিন চলে যায়, স্মৃতি পিছু ধায়
স্মৃতি নিয়ে তোর মায়;
বাপের বিছানে এসে শুতে লাগে
এক শীত গেল নাই।


কী জানি কী হল বুঝিতে না পারি
এল বৈদ্য কবিরাজ;
সব কিছু তারে খাওয়ানো হল
মিথ্যা হল সব আজ।


কাশিতে কাশিতে সেই রাতে শোয়
মাথার কাছেতে জল;
মাঝ রাত্তিরে প্রাণ বুঝি যায়
আঁখি করে টলমল।


মায়ের সাথেই বিছানা পত্তর
খাটের সকল সারি;
নিয়ে যাওয়া হল মহাশ্মশানে
খান খান করে বাড়ি।


দুই ভাই তোরা কেঁদেই আকুল
কত বা তোদের বয়েস;
দুই ভাই রেখে বাপ-মায়ে বুঝি
গেছে না ফেরার দেশ।


আমার মনও যে ফেটেছে ভাই
তারা যে আমার প্রাণ;
ছেলের মৃত্যু কোন মায়ে বল
শক্ত রাখিবে নয়ন।


সব ভুলে যেয়ে তোরা বড়ো হলি
শেষ  যে খেলার দিন;
দায়িত্ব কত বেড়েছে তোদের
আপন মনেতে ঋণ।


তারপর খাটে বড়োভাই শোয়
তুই শুতি মোর কাছে;
স্বপন দেখিয়া খাট থেকে তোর
বড়ো ভাই পড়িয়াছে।


সেই রাতে মোরা ধরাধরি করি
তুলেছি খাটের 'পরে;
আঁধার ঢাকিল সেই যে ঘরেতে
প্রদীপ জ্বলেনি দোরে।


বীরবিক্রম তাজাপ্রাণ তার
অকালে ঝরিয়া গেল;
কতই স্বপ্ন কত সাধ ছিল
আঁধারে হারিয়ে গেল।


ওরে দাদুভাই কত আর সই
আমার পরান ফাটে;
সকল পরান লয়ে গেল আজ
একখানি এই খাটে।


আমি যদি আজ আগেতে যেতাম
শান্তি পেতাম মনে;
এত ব্যথা নিয়ে কীভাবেতে আমি
সব হারাবো গোপনে।


তাই দাদুভাই একখানি কথা
এই খাটে তুমি শোবে না;
আজ থেকে আর ঘরের দাওয়ায়
এ খাট থাকিবে না।


নিয়ে যদি যায়, কেউ নিয়ে যাক
আমি দেখিব না চেয়ে;
আবার হয়তো আঁখি জল ঝরে
খাট পরে হাত দিয়ে।


এসো দাদুভাই এ খাটটি ধরো
উঠানে নামিয়ে দিই;
বৃষ্টির জলে শান্ত করিব
কুয়াশা ভিজিয়ে নিই।


একখানি খাট কত তার মায়া
সবারে মারিয়ে সুখ;
তাই আর নয়, খাট অচ্ছুৎ
হাসি খুশি রাখি মুখ।
      ---------