নিঃশব্দ সমুদ্র থেকে তীব্র দিব্যদ্যুতি-
শব্দের মালায় গাঁথা, গূঢ় রূপরেখা;
উজ্জ্বলের সৃষ্টিকর্তা দেবরূপে দেখা,
যেখানে লুকানো আছে তীব্র অনুভূতি
আনন্দে মগন তুমি প্রিয় সৃষ্টিস্থিতি!
সময়ের মুখোমুখি চিরন্তন লেখা
এমনই প্রতিজ্ঞ তুমি কল্পরূপে শেখা-
উদ্ভাসিত স্বপ্ননীল আলোকপ্রিয়তি।


কবি তুমি, প্রিয় কবি- শব্দ ব্রহ্মসার
অলঙ্কারে ভাষাবোধে অনন্য সে ঋষি;
প্রকৃতি বুকেতে আসে দুঃখেতে শ্রাবণ-
শব্দের আলোক সাথে মুখ মালিকার
ছন্দোবদ্ধ পদে তুমি সবার প্রেয়সি;
তোমার চোখের পরে বিষাদ প্লাবন।
        --------