কবিতা আসরের ৬০ জন কবিকে নিয়ে কবিতা (২য় পর্ব)


আসরের কবি ১১


(৬১) পি কে বিক্রম
আসরে 'পি কে বিক্রম' 'অরিন্দম গুপ্ত'
আসরআত্মা প্রাণ যে আসর নিমিত্ত।
লালমণিরহাটে জন্ম, পেশা প্রকাশক;
কবিতার মাঝে তিনি সমাজ শিক্ষক।
আট শ' কবিতা আজ করেছে প্রকাশ-
'নীলাম্বরী' কাব্য মাঝে 'মেঘলা আকাশ'।


(৬২) চিত্তরঞ্জন সরকার
কবিতা আসরে প্রিয় সে 'চিত্তরঞ্জন'
কিছুকাল আসরেতে কবিতা জীবন
বাংলাদেশ জন্ম তার, আজ বারাসাত;
পাঁচ শ' কবিতা মাঝে জীবন প্রভাত।
প্রবীণ দেহেতে আজ নবময় মন;
কবিতায় প্রেম তার কাব্য আলাপন।


(৬৩) শহিদ খাঁন
একাধারে কবি তিনি, গুণী গীতিকার;
কবিতা আসরে আজ প্রিয় যে সবার।
আসরেতে তিন মাস তার অবদান
সেই প্রিয়, কবি প্রিয়, সে শহিদ খাঁন।
আজ দেহে অসুস্থতা, সঙ্গীতের সুর-
বেঁচে থাকো প্রিয় কবি সব ব্যথা দূর।


(৬৪) স্বপন কুমার
শালবন খোলামাঠে কাটে ছেলেবেলা-
সবুজের ধানখেতে জীবন উতলা।
সাহিত্যে জীবন আছে, তিনি বাঁকুড়ার;
আসরেরে নব্যকবি 'স্বপন কুমার'।
বন্ধুর হাতটি ধরে আসরেতে আসা-
আজকে আসরপ্রিয় শুধু ভালোবাসা।


(৬৫) সঞ্চয়িতা রায়
এক বর্ষ আসরেতে 'সঞ্চয়িতা রায়'
নানা রূপে সাজে মালা তার কবিতায়।
ধর্মনগরে নিবাস, পেশায় শিক্ষিকা;
কবিতা আসরে আজ প্রিয়তি লেখিকা।
'জীবন থেকে শেখেন' 'শুভেচ্ছা আশায়'
'নিঠুর নাইয়া' লাগি লেখনি ভাষায়।


(৬৬) আগুন নদী
'আগুন নদী' নামেতে 'ড. এ রহমান'
সাহিত্যজগতে তিনি নিত্য বহমান।
আশাবাদী প্রাণ তার তীব্র উপলব্ধি;
কর্মময় জীবনেতে সুন্দর সমৃদ্ধি।
চার শ' কবিতা তার চার বছরেতে-
গল্প-কথায় কবিতা সাহিত্যের স্রোতে।


আসরের কবি ১২


(৬৭) গোলাম রহমান
আসরের প্রিয় কবি 'গোলাম রহমান'
সাড়ে চার শ' কাব্যতে আসর মাতান।
কবিদের উৎসাহে তার জুড়ি নেই
অনেকের কাছে প্রিয় এই আসরেই।
নানা বিষয়েতে তার কবিতা লিখন;
এই ছন্দ তার প্রতি করি নিবেদন।


(৬৮) তাপস গুহঠাকুরতা
আসরে তিনি 'তাপস গুহঠাকুরতা'
কলকাতা জন্ম তার, ধানবাদে মিতা;
'অনুভব' সিরিজেই তিনি লিখে যান-
সমাজের দৃশ্যকথা আর উন্নয়ন।
কবিতার অন্য ছবি প্রিয় ভালোবাসা
পনেরোটি মাস ধরে কবিতা পিপাসা।


(৬৯) সানারুল মোমিন
'বিনায়ক কবি' প্রিয় 'সানারুল মোমিন'
কবিতা আসর প্রিয় তিনি চিরদিন।
মুরশিদাবাদ জন্ম, পেশায় চাকুরে;
কবিতা আসরে এসে আজ ভবঘুরে।
পনেরোটি মাস হল আসরে আছেন
বিভিন্ন কবিতা দিয়ে মালাটি গাঁথেন।


(৭০) সঞ্জয় কর্মকার
'সঞ্জয় কর্মকার' যে আসরে আছেন
'গানে গানে দিগন্ত'টা ছুঁয়ে ফেলেছেন।
কবিতায় ধ্যান-জ্ঞান, কবিতায় প্রেমী;
আত্মার আনন্দ যেন কাব্য স্বর্গভূমি
একাধারে কবি তিনি, পেশাতে ডাক্তার;
'খেয়াল' মাঝেতে তার একশত পার।


(৭১) মালা (মল্লিকা রায়)
শিশুকাল থেকে তার লেখালেখি শুরু
কবিতা জগতে এসে নহে দুরু দুরু!
প্রকাশিত গল্প-কথা, প্রবন্ধ-কবিতা;
সামাজিক বিষয়েতে নারী স্বাধীনতা।
নয় শত লেখা তার আজ নীরবেতে-
'মল্লিকা রায়' আজিকে 'মালা' রূপেতে।


(৭২) মহারাজ
কবিতা আসরে তিনি প্রিয় 'মহারাজ'
সাড়ে পাঁচ বছরেতে দূর করে লাজ!
'অনুপমা' 'প্রহেলিকা' কবিতা আসরে-
'মধুপর্ণা' 'স্বর্ণময়ী' লেখে সাজঘরে
দীর্ঘদিনে আসরকে করেছেন ধন্য;
আপন মুরতি নেই প্রোফাইল শূন্য।


আসরের কবি ১৩


(৭৩) মুহাম্মদ মনিরুজ্জামান
আসরেতে 'মুহাম্মদ মনিরুজ্জামান'
প্রিয় কবি তিনি আজ মনের সমান।
কলমাকান্দায় জন্ম, আজ ঢাকাবাসী;
আপন মনেতে ছন্দ প্রিয় হাসিখুশি।
সমাজ-সাহিত্য কথা আর ধর্মজন
'গীতিকবিতার' মাঝে 'সুনন্দিতা' মন।


(৭৪) দিলীপ চট্টোপাধ্যায়
দিলীপ চট্টোপাধ্যায় আসরে সুপ্রিয়
সুন্দর মন্তব্য মাঝে পাই উৎসাহ।
'হেমন্তগুঞ্জনে হাসি' 'উস-খুসে সুখ'
'পিয়াসি যৌবন' মাঝে 'রোদপোড়া মুখ'
'ভুলের ঠিকানা' মাঝে 'হারুত-মারুত'
প্রোফাইল শূন্য দেখি ভেবেছি অদ্ভুত।


(৭৫)  মো. মামুন হোসেন
সৃষ্টি মহিমা মাঝে 'মামুন হোসেন'
দুই মাস হল তিনি আসরে আছেন।
ঝালকাঠি জন্ম তার, চাকুরি ঢাকায়;
আঁকাবাঁকা নদী তীরে কবিতা আশায়।
মেঠোপথ যাত্রাপথে 'গীতিকাব্য' আর
'চাঁদের জোছনা দেখে' মনেতে আঁধার।


(৭৬) অতনু দত্ত
আসরে 'অতনু দত্ত' এক প্রিয় নাম;
আজ তিনি ব্যাঙ্গালোর, জন্ম ঝাড়গ্রাম!
কাব্য মাঝে বর্তমানে পঠন চর্চার-
প্রতিদিন সেরা কাব্য হেথা উপহার।
চার বর্ষ হয়ে গেল আসরেতে বাস
সাহিত্যে কালযাপন লেখা অধিবাস।


(৭৭) সোমালীনিরঝরা (মৃণালনী)
প্রিয় 'সোমালী নিরঝরা' হেথা 'মৃণালনী'
রবি ঠাকুরের দ্বারা প্রভাবিত তিনি।
নদীয়া, কৃষ্ণনগর তার বসবাস;
চার শ' কবিতা তার আসরে প্রকাশ।
ভ্রমণকাহিনি আর উপন্যাস ইচ্ছে-
প্রেমের কবিতা পথে উৎসাহ আছে।


(৭৮) শপথ
'ধূসরবাসর' পথে 'প্রেমের পূজারী'
জাতীয়তা বাংলাদেশী, পেশাতে চাকরি;
'তোফায়েল আহমেদ টুটুল মহাম্মদ'
আসরে অপর নামে তিনিই 'শপথ'
জীবন কেটেছে তার গ্রামের বাড়িতে
আল্লাহ নামেতে তিনি রাসুলের পথে।


আসরের কবি ১৪


৭৯) তমাল ব্যানার্জি
কবি 'তমাল ব্যানার্জি' আসরেতে এসে-
ভালোবেসে কবিতায় কাব্যপ্রেমে ভেসে।
সহ প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত;
নীরব কলমে লেখা 'রাজার রাজত্ব'।
গণতন্ত্র দেখে তিনি দুঃখ পান মনে!
একশ' কবিতা তার এই কয়দিনে।


৮০) বিভূতি দাস
আসরের প্রিয় কবি সে বিভূতি দাস
ছ' বছর ধরে আজ আসরে প্রকাশ।
সোনারপুরে বসতি, অবসরপ্রাপ্ত;
সৃষ্টিশীল কর্মপথে আগ্রহ আপ্লুত।
আঁকিবুকি চেষ্টা আজ আজন্ম তালিমে-
নয় শ' কবিতা লেখা আজ যে কলমে।


৮১) আনিছুর রহমান
গাইবান্ধা জন্ম তার, ঢাকা বাংলাদেশ;
আনিছুর রহমান আসরে প্রবেশ।
কবিতায় লিখেছেন দীর্ঘ 'মিসাইল'
'শিশুতোষ' ছড়াতেও দেখালেন মিল।
আট শ' কবিতা তার পাঁচ বছরেতে
প্রাসঙ্গিক কবিতায় মেশে কাব্যস্রোতে।


৮২) মধুমঙ্গল সিনহা
কবিতা আসর সাথে আছেন 'তারুণ্যে'
'মধুমঙ্গল সিনহা' কবিতা অরণ্যে।
শিক্ষকতা পেশা তার, বাড়ি ত্রিপুরায়;
চার শ' কবিতা হেথা বড়ো শোভাময়।
তিন বোনের এক ভাই, কবিপত্নী সীতা
দুই কন্যা নিয়ে সুখী মধু, মধুমিতা।


৮৩) পারমিতা ৫৮
আসরেতে 'পারমিতা' 'অনুরাধা' নামে
'অনুভবে' 'লুকোচুরি' লেখা ছিল খামে।
কবিতা আসর পেয়ে করেছে প্রকাশ-
কবিতায় ভালোবাসা আশ্বাস প্রশ্বাস
চার শ' কবিতা তার কাব্যশ্রী কণিকা
'তোমার জন্য বকুল' 'প্রতিবিম্ব' লেখা।


৮৪) এম ডি সবুজ
পাঠক মনেতে তুমি সবুজ হৃদয়
গ্রাম্যরূপ কবিতাতে পাই পরিচয়।
মাতা পেয়েরা বেগম, বাবা মুক্তিযোদ্ধা
সৃজনশীল লেখায় হাতেখড়ি বোদ্ধা।
লিখেছে অনেক কিছু সমাজের পক্ষ;
বাস্তবের লেখাতেই আজ মূল লক্ষ্য।


আসরের কবি ১৫


৮৫) যাদব চৌধুরি
কবিতা আসরে প্রিয় 'যাদব চৌধুরি'
আলোচনা পাতাতেও তার নেই জুড়ি।
'ষাট সালে জন্ম তার মালদা' জেলাতে-
আজকে শিক্ষক প্রিয় তিনি ইংরাজিতে।
সাহিত্যজগতে তার সহজ চলন;
প্রকাশের পথে তার কাব্য সংকলন।


৮৬) মো. জাহিদ হাসান
বাংলা আসরে এসে 'জাহিদ হাসান'
কবিতা আলোচনায় হৃদয় মাতান।
দেড় শ' কবিতা সাথে 'বেদনার্ত মন';
'গীতিকাব্য' লিখে তিনি অতি প্রিয়জন।
লেখেন 'লেডিস ফার্স্ট' আর 'অণুকাব্য'
'মধুমাসে মধুফল' 'নতুনের স্বপ্ন'।


৮৭) তানভীর কালাম আজীমি
পাঁচ বর্ষ আসরেতে তানভীর কালাম
কবিতা আসর মাঝে তাহাকে সেলাম।
হাঁটি হাঁটি পা পা করে- বাস্তবতা পথ
অসহায় দুঃখী মায়ে কোলেতে শপথ।
এথেন্স শহরে আজ  স্থায়ী বসবাস
ছয় শ' কবিতা সাথে কাব্যশ্রী প্রকাশ।


৮৮) জয় ভাদুড়ি
চার বছর আসরে শ্রী 'জয় ভাদুড়ি'
বাংলা সিনেমার আজ তিনিই কাণ্ডারী।
বালুরঘাটে জন্ম তার, আজ কলকাতা;
তিন শ' কবিতা লিখে মাতালেন পাতা।
সাময়িক বিষয়েতে তার চলাচল
'একমুঠো বিষ' সাথে 'কৌমার্জের জল'।


৮৯) জয়শ্রী কর
সেবাধর্ম ব্রত যার, সে 'জয়শ্রী কর'!
কবিতা আসরে তিনি প্রিয় কারিগর।
সুদক্ষ ভাবনা-চিন্তা নানা বিষয়েতে
লিখে যান সব কিছু 'পঞ্চকলি' স্রোতে।
সকল কাজের মাঝে তিনি পারদর্শী
'নীল আকাশের কোলে' ভোরের বাঁশি।


৯০) নীল অভিজিৎ
'শ্রীনিবাস কবি' তুমি 'নীল অভিজিৎ'
তোমার কবিতা মাঝে আছে সুর-গীত।
তিন বছর আসরে দু শ' কবিতায়
প্রোফাইল শূন্য তার তথ্য 'জানা নাই'।
'প্রণম্য পৃথিবী' মাঝে তার 'অনুভব'
'শুধু শুধু' 'অস্তাচলে' 'কবিতা' 'শপথ'।


আসরের কবি ১৬


(৯১) মো. সানাউল্লাহ
আসরে আদৃত কবি 'মো. সানাউল্লাহ'
কবিতা আসরে আজ কবিদের প্রিয়।
সাত শ' কবিতা তার চার বছরেতে-
কবিতা লেখনী তার আজিকে নেশাতে।
অনেক গ্রন্থাদি তার আজ প্রকাশিত;
প্রকৃতির বিরহেতে তিনিই আশ্রিত।


(৯২) মো. আমিনুল এহছান মোল্লা
চার বর্ষ আসরেতে 'এহছান মোল্লা'
জয়দেবপুরে আজ, গাজিপুর জেলা।
পাঁচ শ' কবিতা তার আসরের মণি
বসন্ত কবিতা সাথে প্রিয়তম তিনি।
'প্রেরণা' 'নকল বন্ধু' আর 'মিথ্যেরাগ'
কবিতার উৎসবেতে- রমজান, চাঁদ।


(৯৩) ফয়েজ উল্লাহ রবি
কবিতায় তিনি 'রবি ফয়েজ উল্লাহ'
ডিজিটাল লেখনীতে তার উৎসাহ।
'পারিজাত' নামে তিনি আসরে আছেন
লেখনীতে সদা সত্য তিনি বলেছেন।
দুইবর্ষ নয়মাস বহু কবিতায়-
নিত্য 'পরশ্রীকাতর' তব ভাবনায়।


(৯৪) পল্লব চৌধুরি
আসামেতে জন্ম, আজ তামিলনাডুতে
নানা কাব্য লিখে তিনি আজিকে খ্যাতিতে।
দু' বছর ধরে আজ 'পল্লব চৌধুরি'
আসরে কবিতা তার 'একুশে ফেব্রুয়ারি'
'হিসাবের খাতা' আছে, আছে 'পূর্বাপর'
'বসন্ত এসেছে জানি' কাব্য মাঝে তার।


(৯৫) ছবি আনসারি
দুই বছর আসরে শত কবিতায়-
'ছবি আনসারি' এসে একা কথা কয়।
হবিগঞ্জে জন্ম, আজ 'বনশ্রী' ঢাকায়-
আইনজীবী তিনি তাই ভয় পাই।
হাসিমুখে লিখে যান 'জ্যোৎস্নার ঝড়'
'পথের কাহিনি' তার আজ নিত্যপর।


(৯৬) অরণ্য (ভাবুক কবি)
আসরের নবকবি 'ভাবুক অরণ্য'
তার কবিতায় আজ এ আসর ধন্য।
মুরশিদাবাদ জন্ম, বিশ্বাসী চেতনা-
মানুষেতে নিবেদিত বিদ্রোহ সূচনা।
সমাজ সমস্যা নিয়ে তার মোকাবিলা
কিশোর কবির মাঝে তার কাব্যখেলা।


আসরের কবি ১৭


(৯৭) চারু মান্নান
পাঁচ বছর আসরে ছন্দ ছ শ' খান;
আসরের প্রিয় আজ, সে 'চারু মান্নান'।
নাটোরেতে জন্ম তার, আজকে ঢাকায়;
চাকুরির পাশাপাশি বাস কবিতায়।
সদা হাসি লেগে আছে মুখখানি পানে-
'জলভরা মেঘ' তার জোছনার গানে।


(৯৮) আলমগীর সরকার লিটন
'আলমগীর লিটন' কবি সরকার
কবিতায় আজ বুঝি পরিচয় তার।
ছয় শ' কবিতা তার পাঁচ বছরেতে-
অনেক লেখনী তার কবিতার স্রোতে।
'মেঠোপথে ধূলিকণা' তার কাব্যসাথি
নানা পথে লিখে যান জেগে দিন রাতি।


(৯৯) খসা হক
একশ' কবিতা লিখে আর নেই দেখা!
প্রিয় কবি 'খসা হক' কবিতায় লেখা।
'খন্দকার সাইফুল' সংক্ষেপে 'খসা'
যশোরেতে জন্ম তার, অস্ট্রেলিয়া বাসা।
সেই শেষ লেখা তার পাঁচ মাস আগে
আবার আসুন কবি কাব্য অনুরাগে।


(১০০) সুবীর সেনগুপ্ত
হে 'সুবীর সেনগুপ্ত' আছেন আসরে,
কবিতা লেখেন আজ অবসর তরে।
আলিপুরদ্বারে জন্ম, আজকে মুম্বাই;
লেখা আছে তার সব, কোনো ছবি নাই।
জীবন পথের কথা তার লেখনীতে
'শুধু ভালোবাসা চাই' তার কাব্যস্রোতে।


(১০১) সঞ্চারিণী
কবিতা ভুবনে তুমি ওগো বিদেশিনী!
আসরপ্রিয়তি তুমি প্রিয় সঞ্চারিণী।
একাধারে কবি তুমি ও আবৃত্তিকার
'নির্মেঘ বৃষ্টি' তোমার কাব্য উপহার
ব্যক্তিগত জীবনেতে তুমি স্নেহময়ী
কবিতার আসরেতে আজ তুমি জয়ী।


(১০২) শ্রীতরুণ গিরি
আসরে চারটি বর্ষ শ্রীতরুণ গিরি
চারশত কবিতাতেই প্রেম ঝিরিঝিরি।
'আদরের কথাগুলি' লেখো অনায়াসে
'নদীকে আপন করে' প্রেম ভালোবেসে।
'চুম্বনের ঠিক আগে' 'জীবনের স্বাদ'
কবিতার মাঝে দেখি বাস্তব বিবাদ।


আসরের কবি ১৮


(১০৩) ফারহাত আহমেদ
'ফারহাত আহমেদ' কবিতা পাতায়
দু' বছর ধরে তিনি মুগ্ধ কবিতায়।
আটটি কবিতা গ্রন্থ আজ প্রকাশিত
পাঠকের মাঝে তিনি বড়ই আদৃত।
সাত শ' কবিতা তার এই আসরেতে-
প্রতিদিন লিখে যান জীবনের স্রোতে।


(১০৪) সঞ্জয়কুমার মুখোপাধ্যায়
'সঞ্জয় মুখোপাধ্যায়' আসরের কবি
কবিতায় অনুরাগী, সাথে প্রিয় ছবি।
ছ' বছর হয়ে গেছে এই আসরেতে
নানাকথা লিখে যান পত্র-পত্রিকাতে।
কলকাতা বাড়ি তার চাকুরি পেশায়;
মাঝে মাঝে 'লিমেরিক' কবিতা ভাষায়।


(১০৫) ইয়ামিন বসুনিয়া
'ইয়ামিন বসুনিয়া' আসরে নূতন
পাঁচমাস আসরেতে কাব্যে সনাতন।
পেশায় সৈনিক তিনি দূর দূর দেশে
দীর্ঘ জীবনের পথে প্রেম ভালোবেসে।
'বিসর্জন' 'ভুলস্বপ্ন' পথে 'নবনীতা'
বন্দুকটি কাঁধে নিয়ে কবিতার মিতা।


(১০৬) অনন্ত গোস্বামী
কলকাতা জন্ম তার 'অনন্ত গোস্বামী'
নিবিড় সাহিত্য মাঝে তিনি অন্তর্যামী।
তিন বছর আসরে, শত কবিতায়;
আসরে কবিতা লেখে, নানা পত্রিকায়।
প্রকাশিত বই তার 'বিষণ্ণবসন্ত'
'গোড়ায় গলদ' থাকে তবুও 'অনন্ত'।


(১০৭) শম্পা ঘোষ
আসরেতে হাসিখুশি কবি 'শম্পা ঘোষ'
কবিতা না পড়িলে যে মনে আপসোস।
মার্কিন মুলুকে মন, বাস কবিতায়;
এক বর্ষ পূর্ণ হল আসর পাতায়।
'কবিতা একটি মন' 'প্রেমই বসন্ত'
সাময়িক কথাতেই কবিতা সতত।


(১০৮) সোহাগ আহমেদ
'সোহাগ আহমেদ' তুমি 'কবি চাঁছাছোলা'
কবিতা জীবন তার কবিতায় দোলা।
দিনাজপুরেতে জন্ম, আজকে ঢাকায়;
কবিতার পাশাপাশি মন ব্যবসায়।
ষাটটি কবিতা তার আজ দুইমাসে
'ব্যর্থতার মিথ্যাচার' 'অণুকাব্য' পাশে।


আসরের কবি ১৯


(১০৯) সৈকত পাল
হে কবি 'সৈকত পাল' 'নীরবদুপুর'
তোমার কবিতা সাথে আসর ভরপুর।
পাঁচবর্ষ হতে গেল কবিতায় বাস;
আটশত কবিতায় মহিমা প্রকাশ।
'অনুভবে তুমি' আছে 'রিখটার স্কেল'
তোমার কবিতা যেন আজ শক্তিশেল।


(১১০) সরকার মুনীর
আসরের মধ্যকবি 'সরকার মুনীর'
মানবিক কাব্যসাথে বাঁধে সুখনীড়।
লালমাটি জন্ম তার পেশা 'জানা নেই'
পাঁচবর্ষ পাঁচ মাস এ আসরেতেই।
তিনশত কবিতায় 'ভারি ভাবনারা'
'বেদনার বিশ্বায়ন' কবিতার ধারা।


(১১১) এম ওয়াসিক আলি
'ওয়াসিক আলি' আজ ভবঘুরে পথে-
অবশেষে এসেছেন কবিতার রথে।
কবির জনমভূমি বীরভূম জেলা
এমসিএ পাশ করে আজ 'ধারচুলা'
দু' বছর হতে গেল চারশ' কবিতায়
'সময়ের অভিশাপে' দেয় 'পরিচয়'।


(১১২)  অরূপ গোস্বামী
পাঁচবর্ষ আসরেতে 'অরূপ গোস্বামী'
পুরুলিয়া জন্ম তার খড়গপুরগামী
কবির পরান মাঝে আঞ্চলিকভাষা
তার কবিতায় মিশে সমাজসমস্যা।
চারশ' কবিতা মাঝে 'পইদ্দপরব'
কবি তুমি প্রিয়জন আসরগরব।


(১১৩) নাজমুন নাহার
ওগো প্রিয়কবি তুমি নাজমুন নাহার
কবিতায় শতরূপে কত যে বাহার!
কুমিল্লাতে জন্ম তার, চট্টগ্রামে আজ;
'বালিহাঁস' 'রূপান্তর' 'দেবলীনা' সাজ।
পাঁচ বছরেতে আজ চার শ' কবিতা
উপ প্রিন্সিপাল রূপে কবিতার মিতা।


(১১৪) জে আর এ্যাগ্নেস
আসরের কবিতায় জে আর এ্যাগ্নেস
সবাই যে ধন্য বলে, বলে- বেশ বেশ!
'পড়ন্ত বিকেল' সাথে লেখে স্বপ্ননীড়
'বিপদের ঘনঘটা' আপনেতে ধীর।
ষাড়েতিন বর্ষ হল ও 'বিহঙ্গ মন'
'এই আজব দুনিয়া' আবেগের ধন।


আসরের কবি ২০


(১১৫) পিনাকী অধিকারী
'পিনাকী অধিকারী' যে প্রিয় এ আসরে-
কবিতায় লিখে যান ছ' বছর ধরে।
মেদিনীপুরেতে জন্ম আজ কলকাতায়
পাঁচশ' কবিতা আজ আসরপাতায়।
'সাতচল্লিশে জনম, অবসরপ্রাপ্ত;
'আমার মৃত্যুর পরে' ভাবনায় সুপ্ত।


(১১৬) বিবেকানন্দ সামন্ত
'বিবেকানন্দ সামন্ত' আসরেতে প্রিয়
চল্লিশ কবিতা তার, সব শিক্ষনীয়।
হাওড়াতে জন্ম তার, আজ অবসরে-
আসরের কবি তিনি দু'বছর ধরে।
নানান কবিতা গল্প প্রকাশিত হয়;
'কবর থেকে বলছি' কাব্য পরিচয়।


(১১৭)  মোজাহারুল ইসলাম চপল
'মোজাহারুল ইসলাম' আসরের কবি
দু' বছর আসরেতে লিখেছেন সবই।
নেত্রকোণা জন্ম তার, মন ব্যবসায়;
কবিতার সাগরেতে দু'শ' কবিতায়।
'অন্তহীন ভেলা' সাথে 'বেগতিক স্বপ্ন'
'কেউ কেউ ভালোবাসে' কবিতায় যত্ন।


(১১৮)  বিশ্বজিত শাসমল
'বিশ্বজিত শাসমল' আসরে নূতন
আটমাস হল তার হেথা বিচরণ।
কলকাতা জন্মস্থান এখনও ছাত্র;
কবিতার সাথে চলা আজ দিবারাত্র।
দেড় শ' কবিতা মাঝে 'স্কুলের কাহিনি'
'গতিপথ' 'উপদেশ' বড়ো সাবধানী।


(১১৯)  রীনা তালুকদার
কবি, গবেষক তুমি 'রীনা তালুকদার'
'নীলখেত' মাঝে আজ বসবাস তার।
ছাত্রনেতা সভাপতি নানা পরিচয়;
পেয়েছেন সম্মাননা মহান বিনয়।
ছ' বছর হতে গেল আসরেতে বাস
দু'শ' কবিতার মাঝে তাহার প্রকাশ।


(১২০) সআ
তিনবর্ষ পাঁচমাস আসরেতে 'সআ'
নামধাম সবে তার অজানার ছোঁয়া।
একশ' তিরিশ লেখা এই আসরেতে-
কবিতা আসরে নয় নিয়মিত স্রোতে।
'রাতের কবিতা' আর সাথে 'দৃশ্যায়ন'
'বিবর্ণ প্রহর' মাঝে তিনি প্রিয়জন।


**আমার লেখা ১৩/৬/২০১৮ তারিখে প্রকাশিত 'কবিতা আসরের ৬০ জন কবিকে নিয়ে কবিতা (১ম পর্ব)' কবিতায় আগেই ৬০ জন কবি বিষয়ে প্রকাশিত।