********আসরের কবিতা ও তার কাব্যিকতাঃ এক***************


কবিতাঃ  মানবতার বিপর্যয়
কবিঃ অজিত কুমার কর
প্রকাশিত তারিখঃ 16/10/2017
-----------------------------------------------------------------------------------
কবির লিখিত কবিতাঃ


আর্তজনের কান্না ঝরে
            বাসস্থানে আগুন
মানুষ যেন মানুষই নয়
            নির্বিচারে খুন।
অতিষ্ট সন্ত্রাসে
        প্রাণ বাঁচাতে ভিন মুলুকে
                  নয়নজলে ভাসে।


কত আশায় আলোক দেখা
           স্বপ্ন জলাঞ্জলি
সব হারিয়ে আজ বিভুঁইয়ে
           ফুল বিহনে  অলি।
মাথার ওপর শরৎ-আকাশ
        কাজল মেঘে ঢাকা
পাহাড়-ঘেরা বন জঙ্গল
              বড্ড বেশি ফাঁকা।


সাধারণের
        দুঃখ কেবা বোঝে
অস্ত্র হাতে ভয় দেখিয়ে
        কাদের শান্তি খোঁজে?
কদর্য রূপ ফুটে ওঠে
                নিজেরই দর্পণে
হচ্ছে না কি ওদের হৃদয়
                     দগ্ধ ক্ষণে ক্ষণে?


কেমন করে বদলে গেল
      ভাবতে অবাক লাগে
জবাবদিহি করতে হবে
              এই প্রতীতি জাগে।


******* কবিতাটি ছন্দবদ্ধ ও বেশ সুন্দর। কবিতায় কাব্যিকতার যথেষ্ট নমুনা আছে।
-----------------------------------------------------------------------------------
পর্ব ও মাত্রা বিভাজনঃ


আর্তজনের / কান্না ঝরে = ৪/৪
বাসস্থানে  / আগুন = ৪/২
মানুষ যেন / মানুষই নয় = ৪/৪
নির্বিচারে / খুন। = ৪/১
অতিষ্ট সন্ / ত্রাসে = ৪/২
প্রাণ বাঁচাতে / ভিন মুলুকে = ৪/৪
নয়নজলে / ভাসে। = ৪/২


কত আশায় / আলোক দেখা = ৪/৪
স্বপ্ন জলান / জলি = ৪/২
সব হারিয়ে / আজ বিভুঁইয়ে = ৪/৪
ফুল বিহনে / অলি। = ৪/২
মাথার ওপর / শরৎ-আকাশ = ৪/৪
কাজল মেঘে / ঢাকা = ৪/২
পাহাড়-ঘেরা / ও বন জঙ্গল = ৪/৪
বড্ড বেশি / ফাঁকা। = ৪/২


সাধারণের / = ৪
দুঃখ কেবা / বোঝে = ৪/২
অস্ত্র হাতে / ভয় দেখিয়ে = ৪/৪
কাদের শান্তি / খোঁজে? = ৪/২
কদর্য রূপ / ফুটে ওঠে = ৪/৪
নিজেরই দর / পণে = ৪/২
হচ্ছে না কি / ওদের হৃদয় = ৪/৪
দগ্ধ ক্ষণে / ক্ষণে? = ৪/২


কেমন করে / বদলে গেল = ৪/৪
ভাবতে অবাক / লাগে = ৪/২
জবাবদিহি / করতে হবে = ৪/৪
এই প্রতীতি / জাগে। = ৪/২


*** কবি অজিত কুমার করের লেখা ''মানবতার বিপর্যয়" কবিতাটি পুরোপুরি স্বরবৃত্ত ছন্দে লেখা হয়েছে
-----------------------------------------------------------------------------------
ছন্দ বিশ্লেষণঃ


ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দে লেখা
মাত্রা গণনার নিয়ম- রুদ্ধ ও মুক্ত উভয় ক্ষেত্রেই ১ মাত্রা।
পর্ব-  ৪,৪,৪,১/২
পঙক্তি- কিছু ব্যতিক্রম ছাড়া সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক ।
লয়- মধ্যম
বিশেষত্ব- বাস্তবের বিষয়ের উপর আলোকপাত।
-----------------------------------------------------------------------------------
কবিতার অর্থ-


কবি এই কবিতায় সমাজের উদ্দেশে একটি মানবতার বার্তা দিতে চেয়েছেন। বিদেশের মাটিতে বর্তমান সময়ে যা ঘটে চলেছে, তার নিপুণ বর্ণনা এই কবিতায়।সন্ত্রাস, কান্না, হানাহানি, হিংসা থেকে বেরিয়ে এসে এক নতুন সমাজের স্বপ্ন দেখেছেন। বর্তমানে মানুষের মনুষ্যত্ব চলে যেতে বসেছে। সেখানে এই কবিতা নতুন পথ দেখাবে এই আশা করা যায়।
----------------------------------------------------------------------------------
কবিতা ও ভাব-


ঠিক আছে।
-----------------------------------------------------------------------------------
অন্ত্যমিল-


যথার্থ।
-------------------------------------------------------------------------------
ছেদ যতি-


একটু অভাব ঘটেছে। স্থান ভেদে আরও প্রয়োগ প্রয়োজন ছিল।
--------------------------------------------------------------------------------
অলঙ্কারঃ


বেশ!
-------------------------------------------------------------------------------------
বানান-


ঠিক আছে।
------------------------------------------------------------------------------
অনুরোধ / পরামর্শ-


আপনার ছন্দে বেশ দখল আছে। আর একটু যত্ন নিলে আপনার হাতে অনেক কালজয়ী কবিতা জন্ম নেবে।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন।