*************আসরের কবিতা ও তার কাব্যিকতাঃ দশ***************
কবিতাঃ  হাম্বা
কবিঃ পল্লব
প্রকাশিত তারিখঃ ৪/৯/২০১৭
-----------------------------------------------------------------------------------
কবির লিখিত কবিতাঃ
হাম্বা হাম্বা ডাকে গরু দড়ি বাঁধা খাম্বায়,
কোরবানিটা আসলে পরেই সবাই মাতে হাম্বায়।
গরুর পাশে মানুষেরও ডাক শুনি যে হাম্বা!
ওহে মানুষ! ছাগলামিতে কখন তুমি থামবা?


ওই গরুটার প্রাণ নেয়াতেই কোরবানি তো হয় না।
কি ছেড়েছো জীবন থেকে? ছাড়তে কিছুই সয় না?
ঈদ বলে তো লাফাচ্ছো খুব, কিনছো কাপড় দামী,
গরু ছাগল সব মিলিয়ে চালাচ্ছো পাগলামি!
জানলে পরে পরিণতি টেনশনে তো ঘামবা!!
মানুষ তুমি ছাগলামীতে কখন বলো থামবা?


অন্তরে যে পশু আছে কোরবানি দাও আগে,
কোরবানি দাও লোভ-লালসার যেটাই মনে জাগে।
পরের তরে এই সুযোগে অল্প নাহয় ছাড়লা
কম্পিটিশন বাদ দিয়ে আজ একটু নাহয় হারলা।
কোরবানির এই ঈদের আসল কারণ যখন জানবা
ছাগলামীতে তখন শেষে হয়তো তুমি থামবা।


****** কবির এই কবিতাটি বেশ সুন্দর, কাব্যময় ও অর্থবহ।। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যরস যথার্থ।। কবিতাটি পাঠকের অনেক ভালোলাগা ও ভালোবাসায় পূর্ণ। কবিতায় কাব্যিকতার প্রকাশ মেলে।
-----------------------------------------------------------------------------------
পর্ব ও মাত্রা বিভাজনঃ
হাম্বা হাম্বা /ডাকে গরু /দড়ি বাঁধা /খাম্বায়, =৪/৪/৪/২
কোরবানিটা /আসলে পরেই/ সবাই মাতে/ হাম্বায়। =৪/৪/৪/২
গরুর পাশে/ মানুষেরও /ডাক শুনি যে/ হাম্বা! =৪/৪/৪/২
ওহে মানুষ!/ ছাগলামিতে /কখন তুমি /থামবা? =৪/৪/৪/২


ওই গরুটার/ প্রাণ নেয়াতেই/ কোরবানি তো/ হয় না। =৪/৪/৪/২
কি ছেড়েছো/ জীবন থেকে? /ছাড়তে কিছুই/ সয় না? =৪/৪/৪/২
ঈদ বলে তো /লাফাচ্ছো খুব, /কিনছো কাপড়/ দামী, =৪/৪/৪/২
গরু ছাগল /সব মিলিয়ে /চালাচ্ছো পাগ/লামি! =৪/৪/৪/২
জানলে পরে /পরিণতি /টেনশনে তো /ঘামবা!! =৪/৪/৪/২
মানুষ তুমি /ছাগলামীতে /কখন বলো /থামবা? =৪/৪/৪/২


অন্তরে যে /পশু আছে /কোরবানি দাও/ আগে, =৪/৪/৪/২
কোরবানি দাও/ লোভ-লালসার /যেটাই মনে /জাগে। =৪/৪/৪/২
পরের তরে /এই সুযোগে /অল্প না হয় /ছাড়লা =৪/৪/৪/২
কম্পিটিশন /বাদ দিয়ে আজ /একটু না হয়/ হারলা। =৪/৪/৪/২
কোরবানির এই /ঈদের আসল /কারণ যখন /জানবা =৪/৪/৪/২
ছাগলামীতে/ তখন শেষে /হয়তো তুমি/ থামবা। =৪/৪/৪/২


*** কবির এই কবিতাটি আদর্শ স্বরবৃত্ত ছন্দে আছে। (৪/৪/৪/২) মাত্রায় লেখা এটি একটি সুন্দর মানের বিষয় সম্বলিত কবিতা।
-----------------------------------------------------------------------------------
ছন্দ বিশ্লেষণঃ
ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দ
মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- ১ মাত্রা।
পর্ব-  ৪/৪/৪/২ মাত্রায়। অর্থাৎ পূর্ণ পর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব ২ মাত্রা,
পঙক্তি- ১৬ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
লয়- দ্রুত।
বিশেষত্ব- এটি স্বরবৃত্ত ছন্দ শেখার একটি আদর্শ কবিতা ।
কবিতার শ্রেণি- মানবতাবাদী কবিতা।
-----------------------------------------------------------------------------------কবিতার অর্থ-
কবির ভাষাতেই কবিতার অর্থ লেখা হল। কবিতার নীচে মন্তব্য দিতে কবি লিখেছেন-ঈদের মূল কারণ ও মূল আনন্দ থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা নিজেদের মতো এক উৎসবে পরিণত করেছি একে। গরু কেনার ক্ষেত্রেও আজকাল চলে পরশীদের সাথে কম্পিটিশন, অথবা মাংসের ওজন হিসেব করে কেনা হয়। সংযমের মাস রমজানে খাবারের পিছনে সবচেয়ে বেশি ব্যয় করি আমরা। কোরবানী ও রোজার আনন্দ হৈচৈ-এ আজকাল বিশুদ্ধতার চেয়ে প্রহসনই বেশি চোখে পড়ে। মূল উদ্দেশ্য থেকে অনেক সরে গেছি আমরা। সেটারই কিছু আক্ষেপ বের হয়েছে এই লেখায়।
----------------------------------------------------------------------------------
কবিতা ও ভাব-
একদম ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
ভাষা প্রয়োগ-
অনেক ভালো। তবে ভাষাগত (শব্দগত) বেশ কিছু ত্রুটি আছে এখানে, যা অন্ত্যমিলের জন্য প্রয়োগ করা হয়েছে।
-----------------------------------------------------------------------------------
অন্ত্যমিল-
খুব ভালো।
-------------------------------------------------------------------------------
ছেদ যতি-
প্রয়োগ ঠিক আছে।
--------------------------------------------------------------------------------
অলঙ্কারঃ
যথার্থ।
-------------------------------------------------------------------------------------
বানান-
কি> কী
‘ছাগলামি’ ও ‘ছাগলামী’ দু’রকম বানান আছে।
------------------------------------------------------------------------------
অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।