কোনোদিন বাসলে না ভালো কথা শুধু বলে গেলে হেসে-
বুঝতে পারিনি প্রিয় তোমার গোপন সে সাজানো গান;
শুধু শুনিয়েছ তোমার বিষাদসুর সাক্ষাতে কাছে এসে।


কতদূরে বনপথ দেখিয়েছ ইশারায়, যেখানে আঁধার মেশে-
ভালোবাসা নামে সীমানার পথে দেখিয়েছ অভিমান;
কোনোদিন বাসলে না ভালো কথা শুধু বলে গেলে হেসে।


শুধু শব্দ শুনে গেছ, রাত্রিজাগা চোখ অন্যকিছুর দেশে-
তোমার সুচারুপ্রেম বুঝতে দাওনি তুমি আত্মবলিদান;
শুধু শুনিয়েছ তোমার বিষাদসুর সাক্ষাতে কাছে এসে।


তোমাকে নিয়েছি কাছে শ্রাবণের রাতে আঙিনায় ভেসে-
কথা কিছু লুকিয়েছ একসুরে রাতজাগি ভাসিয়ে সাম্পান!
কোনোদিন বাসলে না ভালো কথা শুধু বলে গেলে হেসে।


তোমার কাছেই ছিল প্রেমের ভূবনখানি বুঝেছিনু শেষে-
নিশিরাতে ঘুমিয়েছ ওইচোখে প্রেমমালা করিয়াছ দান;
শুধু শুনিয়েছ তোমার বিষাদসুর সাক্ষাতে কাছে এসে।


তুমি গরবিনী চোখে ভালোবাসা জন্ম দিতে কথার রেশে-
তোমার বুকের মাঝে আমি তুমি একাকার নবজন্ম প্রাণ;
কোনোদিন বাসলে না ভালো কথা শুধু বলে গেলে হেসে
শুধু শুনিয়েছ তোমার বিষাদসুর সাক্ষাতে কাছে এসে।


# ভিলানেল।