কোথায় ছিলে বৃষ্টিরানি? হয়নি দেখা ক'দিন;
আজকে আবার তোমার ঘরে একলা তুমি স্বাধীন।
সেদিন তুমি ঘুরে এলে কোন সীমানার পারে-
তুমি না কি ঘুরেই গেছ আমার ঘরের দ্বারে!


শুনতে পেলাম আমার পাড়ায় ঘুরতে তুমি আছ;
আমার গাঁয়ের বাদলস্রোতে জীবন ভাসিয়েছ।
তুমি আমার বৃষ্টিরানি তোমার মুখে চেয়ে-
শান্তি আমার অনেক দিনের তুমি চোখের মেয়ে।


আজকে তুমি ফোন করেছ স্নানে যাবার আগে,
তোমার দেহের গোপন কথা বলেছ অনুরাগে।
তোমার দাওয়ায় শুকায় তোমার আপন ভেজাচুল
হালকাশাড়ির শরীর দেখি হয় না যেন ভুল।


হারিয়ে ছিলে বৃষ্টিরানি কোথায় ছিলে তুমি!
তোমায় নামে ফুল তুলেছি, আবার তাকেই চুমি;
কপালখারাপ হয়নি দেখা বাসররাতের আগে-
তাইত এখন কাব্য লিখি সকল শ্রাবণ-ফাগে।