কোথায় ছিলে বৃষ্টিরানি আজকে সারাবেলা
তোমার ঘরে নেইকো তুমি রেখে অবহেলা।
শীতের মেঘে গেছ তুমি শীতের রোদ গায়ে
নয়তো গেছ দখিন মাঠে আমলকীর ও ছায়ে।


তোমার ঘরে তোমার আঁচল আছে মেঝের 'পরে
তোমার সকল মিষ্টি কথা ভাসে তোমার ঘরে
রেখে গেছ হাতের বালা রেখে পায়ের মল
গলার বসন ফেলে গেছ আঁখিতে ছলছল।